Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বালাগঞ্জ উপজেলার পটভূমি

উপজেলার সৃষ্টি ও নামকরনের ইতিহাসঃ

বৃহত্তর সিলেট জেলার বর্তমান বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ এবং রাজনগর উপজেলা নিয়ে ১৮৮২ খ্রিস্টাব্দে বালাগঞ্জ থানা (পুলিশ স্টেশন) গঠিত হয়। ১৯২২ খ্রিস্টাব্দে গেজেট নোটিফিকেশন নং ১৭৬ তাং ১০/০১/১৯২২ মূলে বর্তমান বালাগঞ্জ উপজেলা এলাকা নিয়ে বালাগঞ্জ থানা পূণর্গঠিত হয়। পরবর্তীতে ৭ নভেম্বর, ১৯৮২ খ্রিঃ তারিখে বালাগঞ্জ থানা আপগ্রেডেড হয় এবংবালাগঞ্জ উপজেলায় রূপান্তরিত হয়।

এ উপজেলার ‘বালাগঞ্জ’ নামকরন নিয়ে গবেষকদের মধ্যে বিভিন্ন মত বিদ্যমান রয়েছে। কারো মতে এর আদি নাম ছিল ‘কুশিয়ারকূল’যা এখানকার প্রধান নদী কুশিয়ারা’র পারে উৎপাদিত ‘কুশিয়ার’ (আঁখ) থেকে আগত এবং এ নদীটিও সেজন্য কুশিয়ারা নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে এখানে গড়ে ওঠা মদন মোহন জিউ আশ্রমের প্রভাবে নাম পরিবর্তীত হয়ে মদনগঞ্জ এবং তা থেকে বালাগঞ্জ নাম ধারণ করে। কথিত আছে, মদন মোহন জিউ আশ্রমের সেবায়িতগণ হাতে প্রচুর পরিমাণে ‘বালা’ (মহিলাদের হাতে পরার বিশেষ ধরণের চুড়ির মত অলঙ্কার যা স্বর্ণ এবং/অথবা ব্রোঞ্জ এর তৈরী) পরতেন এবং এর ফলে এখানে বিপুল পরিমাণে ‘বালা’ কেনা-বেচা হত বলেই বালাগঞ্জ নামকরন হয়। অনেকে মনে করেন গুরুত্বপূর্ণ নৌ-বন্দর হিসেবে এখানে ‘বালা বালা’ (ভাল ভাল –এর স্থানীয় রূপ) জিনিষপত্র পাওয়া যেত বলে এর নাম বালাগঞ্জ হয়েছে।

 

Brief History Of Establishment Of The Upazila And It’s Naming:

Balaganj Upazila was first constituted as aPolice Station(Balaganj Thana) including Balaganj, Fenchuganj and Rajnagar in 1882 AD. In 1922,Balaganj Thana got its new formation with its present territory vide gazette notification no.176 dated 10.01.1922. On 07 november 1982, Balaganj Thana wasup-graded and declared to be Balaganj Upazila.

 

The name of the Upazila ‘Balaganj’ comes out of several public opinions and hearsays that stand historically disputed among the researchers in this regard. Some guess the name originally was KUSHIARKUL after the local name of sugarcane KUSHIAR(Produced in plenty) that leads to the name of the adjacent river KUSHIARA and afterwards it takes the name MODONGANJ with the influence of MODON-MOHON JIU ASROM(a place for Hindu worship) located at Balagonj bazaar. The Sebaits(Worshipers) of the ASROM used to wear, on both the hands, a lot of BALA(circular band made of Bronze and/or Gold worn by women as an ornament over both the wrists) that caused a huge availability here of said special ornaments for sale-and-purchase that could have led  the emergence of the name Balaganj. One hearsay sounds that BALA BALA(Very good in quality) things were sold  here in Balaganj bazaar that might have reasoned the name of the Upazila BALAGANJ.