Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ (Communications)

 

বালাগঞ্জ উপজেলা সদরের সঙ্গে ইউনিয়ন, জেলা, বিভাগ ও রাজধানীর  যোগাযোগ ও দূরত্ব:    উপজেলা সদরের সাথে জেলা ও বিভাগীয় শহর সিলেটের পাকা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সিলেট শহর হতে এ দুরত্ব ৩৭ কি: মি:। সিলেট-ঢাকা মহাসড়ক এর উপর অবস্থির ওসমানীনগর উপজেলার কদমতলা নামক স্থান হতে বালাগঞ্জ উপজেলা সদরের দূরত্ব ১৪ কিলোমিটার। ফেঞ্চুগঞ্জ উপজেলার সাথে এ উপজেলার ১৯.৫ কি:মি: সড়ক যোগাযোগ রয়েছে। এ উপজেলার পাশ দিয়ে কুশিয়ারা নদী বয়ে গিয়েছে। নদীর অপর পাড়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা অবস্থিত। নৌপথে পারাপারের মাধ্যমে উক্ত উপজেলার সাথে যোগাযোগ করা যায়। বালাগঞ্জ উপজেলা থেকে বিভক্ত হয়ে নবগঠিত উপজেলা ওসমানীনগরের সাথেও এর ১৪.৪ কিলোমিটার সড়ক যোগাযোগ রয়েছে। এ উপজেলা থেকে সিলেট-ঢাকা সহাসড়কের মাধ্যমে রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এর  দুরত্ব প্রায় ২২৩কি: মি: প্রায়। এ উপজেলার অন্তর্গত সকল (০৬ টি) ইউনিয়নের সাথে পাকা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। 

উপজেলার ভেতর ও বাইরের জনজীবনের সাথে যোগাযোগের মাধ্যম গুলোর মধ্যে রয়েছে বাস, মিনিবাস, রিকসা, অটোরিকসা, নৌকা, লঞ্চ ইত্যাদি।