অত্র বিদ্যালয়টি বালাগঞ্জ উপজেলা পরিষদ থেকে মাত্র ০২ কি: মি: দুরত্বে অবস্থিত। বিদ্যালয়টি ওসমানি রোর্ডের পূর্ব প্রান্তে অবস্থিত। বিদ্যালয়ের সামনে দুটি সিরিশ নামক বৃক্ষ বিদ্যালয়ের পরিবেশকে সুন্দর মনোরম পরিবেশে আকর্ষণীয় করে রেখেছে।
১৯৯৪-১৯৯৫ খ্রি:সালে সম্পন্ন হয়। ১৯৯৫ খ্রি: হতে ২৫/০৫/২০১১ খ্রি: পর্যন্ত ছিল কমিউনিটি বিদ্যালয়। গত ২৬/০৫/২০১১ তারিখ থেকে সরকার রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে উন্নীত করেছে। অদ্যাবধি বিদ্যালয়টি অত্র এলাকার আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে।
শ্রেণি ছাত্র ছাত্রী মোট
১ম ২২ ১৫ ৩৭ জন
২য় ২০ ১৭ ৩৭ জন
৩য় ১৬ ১৯ ৩৫ জন
৪র্থ ১০ ১৬ ২৬ জন
৫ম ০৮ ০৯ ১৭ জন
মোট ৭৬ জন ৭৬ জন ১৫২ জন
ক্রমিক নং নাম পদবী
০১। জনাব মো: গেদাই মিয়া সভাপতি
০২। জনাব মো: আতাউল করিম সহ-সভাপতি
০৩। জনাব মো: আহমদ আলী ভুমিদাতা
০৪। জনাব মো: জাকির হোসেন মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি
০৫। জনাব মো: লিয়াকত হোসেন বিদ্যুসাহী পুরুষ
০৬। জনাব মোছা: রাহেলা বেগম " মহিলা
০৭। জনাব মো: দুলু মিয়া মেধাবী ছাত্র অভিভাবক
০৮। জনাবা কলছুমা বেগম ইউ.পি সদস্যা
০৯। জনাব সেলি বেগম সদস্য সচিব
সাল ফলাফলের হার
২০০৭ ৫৪%
২০০৮ ৩২%
২০০৯ ৪৬%
২০১০ ৬০%
৬৮ জন
নাই
নাই
ভাল
নাই
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস