বিদ্যালয় ভবন সেমিপাকা। ১টি অফিস রুম, ১টি প্রধান শিক্ষক রুম, ১টি কম্পিউটার ল্যাব, ১টি পাঠাগার সহ ৬টি শ্রেণীকক্ষ রয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের জন্য পৃথক পৃথক শৌচাগার রয়েছে। পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। নৈশ্য প্রহরীর কোয়ার্টার আছে। কিন্তু বিদ্যালয়ে এ পর্যন্ত সরকারী অর্থায়নে কোন ভবন নির্মিত হয়নি যা বিদ্যালয়ের জন্য নিতান্তই প্রয়োজন।
অত্র এলাকার নারী শিক্ষা বিস্তারের লক্ষে এলাকার দানশীল ব্যক্তি আলহাজ্ব মোঃ নূর মিয়া সাহেবের ভূমি দান ও এলাকার আরও দানশীল, বিদ্যুৎসাহী ও সমাজ হিতৈষী ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের অক্লান্ত প্রচেষ্টায় অত্র বিদ্যালয়টি ১৯৮৯ সালে স্থাপিত হয়। প্রথমে জুনিয়র ও পরে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। বিদ্যালয়টি বিগত ০১/০১/১৯৯৭ খ্রিষ্ঠাব্দে এমপি ভূক্ত হয়। উল্লেখ্য যে ভূমিদাতা আলহাজ্ব মোঃ নুর মিয়া সাহেব বিদ্যালয়ে ১.৬০ একর ভূমি দান করায় তাঁর নামে বিদ্যালয়টি নামকরণ করা হয়।
৬ষ্ট-১০০জন, ৭ম-৮০জন, ৮ম-৪৫,জন, ৯ম-৩৫জন, ১০ম-৪০জন, মোট ৩০০জন
ঃ- বিদ্যালয় পরিচালনা কমিটির তথ্যঃ
ক্রমিক নং নাম পদবী
০১. জনাব মোঃ আতাউর রহমান সভাপতি
০২. ’’ আলহাজ্ব মোঃ নূর মিয়া প্রতিষ্টাতা
০৩. ’’ মোঃ আলা হোসেন দাতা সদস্য
০৪. ’’ মোঃ আব্দুল খালিক (ফারুক) অভিভাবক সদস্য
০৫.’’ মোঃ শুকুর আলী অভিভাবক সদস্য
০৬. ’’ মোঃ লালা মিয়া অভিভাবক সদস্য
০৭. ’’ মোঃ মুজিবুর রহমান (মধু) অভিভাবক সদস্য
০৮. ’’ সত্যেন্দ্র কুমার দেব শিক্ষানুরাগী সদস্য
০৯. ’’ মোছাঃ রহিমা বেগম সংরক্ষিত মহিলা সদস্য
১০. ’’ মোঃ নজরুল ইসলাম শিক্ষক প্রতিনিধি
১১. ’’ ভানু চন্দ্র পাল ‘ শিক্ষক প্রতিনিধি
১২. ’’ সপ্না রাণীদাস শিক্ষক প্রতিনিধি
১৩. ’’ হেলেন বেগম চৌধুরী প্রধান শিক্ষক/সচিব
পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ||||||||||
সংখ্যা | উর্ত্তীণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | |
এস, এস, সি | ১৭ | ০৯ | ৫৩% | ২৪ | ০৫ | ২১% | ২৬ | ১৯ | ৭৪% | ২৩ | ১৮ | ৭৮% | ১৮ | ১৫ | ৮৪% |
জে, এস, সি | - | - | - | - | - | - | - | - | - | ৩৭ | ২০ | ৫৪% | ৩৭ | ৩৪ | ৯৩% |
সমূহঃ শিক্ষাবর্ষঃ-২০১১ মোট শিক্ষার্থী ২৫০জন, বৃত্তি প্রাপ্ত-৬৬, শিক্ষাবর্ষ-২০১২ মোট শিক্ষার্থী -৩০০জন,
বৃত্তি প্রাপ্ত -৮৬
বিগত ২০১০ ও ২০১১ খ্রিব্দাদে অনুষ্টিত এস এস সি ও জে.এস.সি পরীক্ষায় সন্তুষজনক ফলাফল অর্জন সহ খেলা ধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে সুনাম অর্জন করে।
শতভাগ ফলাফল অর্জন সহ বিভিন্ন সহ পাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে বিদ্যালয়টিকে অত্র এলাকার একটি মডেল বালিকা বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা।
সিলেট জেলাধীন বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার অন্তর্গত সিলেট-ঢাকা মহাসড়কের পার্শবস্থিত তাজপুর বাজার থেকে ০.২৫ কিলোমিটার পশ্চিমে তাজপুর-মঙ্গলচন্ডী রোডের পার্শ্বে অবস্থিত।
বিভিন্ন শ্রেনীতে সরকারী বৃত্তিপ্রাপ্ত ১২জন শিক্ষার্থী অধ্যয়ণরত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস