বিদ্যালয়টি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলাধীন ১৩ নং বালাগঞ্জ ইউনিয়নের করচারপাড় গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি উপজেলা সদয় থেকে প্রায় ২.৫ কি:মি: পশ্চিমে কুমিয়ারা ডাইকের সংলগ্ন। বিদ্যালয় ভবনটি চার কক্ষ বিশিষ্ট। ০১টি অফিস কক্ষ বাকি ০৩টি পাঠ দানের কার্যক্রম চলে। এ ভবনটি অতিশয় মনোরম পরিবেশে তৈরী করা হয়েছে।
বিদ্যালয়টি স্থাপনের জন্য ০.৩৩ শতক ভুমি জনাব আলাউদ্দিন , জনাব মো: রইছ উদ্দিন, জনাব মো: আফাজ উদ্দিন ১৯৯৩ সালে সরকারের নামে দান করেন। প্রথম অবস্থায় গ্রামেরগন্যমান্য ব্যক্তিবর্গ তাদের দানকৃত উক্ত ভুমির উপর বাশ ও টিনদিয়ে গৃহ নির্মান করে।
১ম শ্রেণিতে ৫০ জন
২য় " ৫০ জন
৩য় " ৩০ জন
৪র্থ " ৩০ জন
৫ম " ২৩ জন
১৮৩ জন
০১। মো: নজির মিয়া অভিভাবক সভাপতি
০২। মো: আশরাফুর রহমান " সহ-সভাপতি
০৩। মো: বুরহান উদ্দিন প্রধান শি: সদস্য সচিব
০৪। আব্দুর মজিদ বিদ্যুৱসাহী সদস্য সচিব
০৫। হাসিনা বেগম " সদস্য
০৬। রুহিলা বেগম ছাত্র অভিভাবক সদস্য
০৭। ফাতেমা বেগম " সদস্য
০৮। আব্দুল রশিদ দাতা সদস্য
০৯। অনিমা বিশ্বাস মা: বি: শি: প্রা: সদস্য
১০। নিয়তী রানী তালুকদার মহিলা সদস্যা সদস্য
১১। পার্বতী রানী দাস শিক্ষক প্রতিনিধি সদস্য
সাল অংশগ্রহণাকারী নাম পাশের সংখ্যা পাশের হার
২০০৭ ২০ ১৬ ৮০%
২০০৮ ০৮ ০৬ ৭৫%
২০০৯ ১৪ ০৯ ৬৪%
২০১০ ১২ ১০ ৮৩%
২০১১ ১৫ ১৫ ১০০%
মোট ছাত্র সংখ্যা-১৮৩ জন
সুবিধাভোগীর সংখ্যা-৮১ জন
উক্ত বিদ্যালয়টি জুনিয়র বিদ্যালযে পরিণত করা।
সুগম
০১। খছরু মিয়া-২য়
০২। মো: তায়েম মিয়া-৩য়
০৩। কদর আলী-৪র্থ
০৪। সাজু মিয়া-৫ম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস