বালাগঞ্জ থানার ১৪ নং পূর্ব গৌরী পুর ইউনিয়নের কায়েস্থ ঘাট গ্রামের মধ্যবর্তী স্থানে ও বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ রোডের পাশে অবস্থিত।পূর্বে কুশিয়ারা পশ্চিমে মাইজআলী হাওর উত্তরে মধুরাই এবং দক্ষিণেপূর্ব ডেকাপুর গ্রাম অবস্থিত।
বিদ্যালয়টি ১৯২০ইংরেজীতে কুশিয়ারা নদীর পাড়ে স্থাপন করা হয়।নদী ভাঙ্গনে বিদ্যালয়টি ঝুকিপূর্ন হলে গ্রামের হাজী হারিবুর রহমান,ক্বারী তজমুল আলী,মো:ওয়াবউলস্না,মো:আব্দুলস্নাহ ও সুনীল কামিত্ম দাস ভুমি দান করেন ও বিদ্যালয়টি পূনরায় বর্তমান স্থানে নির্মান করা হয় এবং ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়।
শ্রেনী | বালক | বালিকা | মোট |
১ম | ৪০ | ২৯ | ৬৯ |
২য় | ২২ | ৩১ | ৫৩ |
৩য় | ১৯ | ৪০ | ৫৯ |
৪র্থ | ২৯ | ২৪ | ৫৩ |
৫ম | ০৯ | ২৮ | ৩৭ |
মোট | ১১৯ | ১৫২ | ২৭১ |
১। সদস্য সচীব-আসমা খাতুন
২। সভাপতি-খলিলুর রহমান খলকু
৩। সহসভাপতি-মায়ারম্নন নেছা
৪। জমিদাতা-শরীফ উদ্দীন
৫।মেধাবী ছাত্র অভিভাবক-সুবোধ চন্দ
৬।শিক্ষক প্রতিনিধি-মো:নিজাম উদ্দীন
৭।শিক্ষক প্রতিনিধি-রায়না বেগম
৮।সদস্য (পুরম্নষ)-আছকর আলী
৯।সদস্য(মহিলা)-নাজমা বেগম
১০।সদস্য(মহিলা)-অর্চনা দাস
১১।ইউ/পি সদস্য-আব্দুল মতিন
সন | হার |
২০০৭ | ৮২% |
২০০৮ | ১০০% |
২০০৯ | ৮৩% |
২০১০ | ১০০% |
২০১১ | ৯৭% |
ক)সৈয়দ জামিল আহমদ -২০০৬ সন- সাধারন গ্রেড
খ)সুশীতল দাস-২০০৭সন - ট্যালেন্টপুল
গ)অমিয় দাস - ২০০৮ সন- সাধারন গ্রেড
ঘ)আইয়ুব আলী-২০০৮ সন-সাধারন গ্রেড
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় উক্ত বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা।বিদ্যালয়ের পরিবেশের আধুনিকায়ন ,আনন্দের সাথে শিক্ষাদানের পরিপূর্ণ ব্যবস্থা করা।
সিলেট থেকে বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ রোড হয়ে যাতায়াত কর যায় এবং বালাগঞ্জ থেকেও একই রাসত্মায় চলাচল করা যায়।
ক)বিজয়ীনী দাস-৫ম শ্রেনী
খ)নিলয় দাস-৪র্থ শ্রেনী
গ)রেজাউল করিম-৪র্থ শ্রেনী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস