Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শেখ মোঃ সফর উল্ল্যা রেজিঃ প্রাথমিক বিদ্যালয়।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

বিদ্যালয়টি পশ্চিম গোয়ালা বাজার এর শেখ ইসহাক নগরে অবস্থিত। চারটি কক্ষবিশিষ্ট একটি আধাপাকা বিল্ডিং আছে। ৩টি শ্রেণী কক্ষও ১টি শিক্ষকদের অফিস রম্নম হিসাবে ব্যাবহত হচ্ছে। বিদ্যালয়টি ১৯৯৮ ইং সালের ১২ই ডিসেম্বর  প্রতিষ্ঠা লাভ করে। শুভ উদ্বোধন করেন তৎকালীন বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ বিষয়ক উপদেষ্টা জনাব সুরঞ্জিত সেন গুপ্ত এম,পি, ভহমিদাতা ও প্রতিষ্ঠাতাঃ  বিদ্যালয় এর  ভহমিদাতা ও প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব মোঃ আব্দুল কদ্দিুছ শেখ। উনার দাদার নামেই বিদ্যালয়টির নাম করণ করা হয়। বিদ্যালয়টি শিক্ষাবিসত্মার এর বুক ভরা আশা নিয়ে প্রতিষ্টিত হলে ও স্থাপন ও চালুর অনুমতি পেতে অপেক্ষাকরতে হয় ২০০৮ সাল পর্যমত্ম এরপর ২০১০সালে ১বছর এর জন্য অস্থায়ী রেজিষ্টার পায়। এক বছর পর হওয়ার প্রেক্ষিতে২০১১সালে স্থায়ীরেজিষ্টার প্রাপ্ত হয়। এম,পি,ও ভহক্তির আবেদন উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। বিদ্যালয় চার পাশে বেশির ভাগই অস্থায়ী বাসিন্দা। তাদের ছেলে মেয়েদের লেখা পড়া সুনিশ্চিত করতে বিদ্যালয়টির গুরম্নত্ব অপরীসীম।