নেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের লামাইসবপুর গ্রামে অবস্থিত। এটি গোয়ালা বাজার-জগন্নাথপুর সড়কের পাশে বৃক্ষ সুশোভিত ছায়াঘেরা মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি ১৯৫০ সালে ৬৯ শতাংশ ভূমির উপর প্রতিষ্টিত হয়। বিদ্যালয়টিতে দুইটি ভবন (একটি পাকা ও একটি আধাপাকা) রয়েছে যাতে পাঁচটি শ্রেণিকক্ষ,একটি অফিসকক্ষ,একটি লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব,চারটি টয়লেট আছে। বিদ্যালয়ের সম্মুখে একটি দৃষ্টিনন্দন ফুলের বাগান ও একটি খেলার মাঠ রয়েছে। তাছাড়া এর চতুর্দিকে সীমানা প্রাচীর রয়েছে। রয়েছে নিরাপদ পানির জন্য একটি টিউবওয়েল। পাঁচ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৩৬০জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ে ছাত্র-শিক্ষকের অনুপাত ৭২ঃ১। ক্যাটাগরিতে বিদ্যালয়টি ‘এ’ গ্রেড ভুক্ত। এখানে শিক্ষার পাশা পাশি সহপাঠ্যক্রমিক কার্যাবলী চালু আছে। বিদ্যালয়টিতে স্টুডেন্ট কাউন্সিল এবং কাবদলও চালু আছে। সার্বিক দিক বিবেচনায় বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গণ্য।
নেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৫০ সালে লামাইসবপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব শেখ কটু কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর ভূমি দাতা একই গ্রামের আরেক সমাজ সেবী জনাব হাজী ছৈইদ আলী। প্রতিষ্ঠা কালীন সময়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব গোপিন্দ্র চন্দ্র ধর। ১৯৭৩ সালে এটিকে জাতীয়করণ করা হয়। সে সময় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলেন জনাব আজিজুল বশর চৌধুরী। ২০০৫ সালে এটি ‘এ’ গ্রেড ভুক্ত বিদ্যালয়ের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়টিতে দুইটি শিফ্টে শিক্ষাদান কার্যক্রম চলছে। বিদ্যালয়টির বর্তমান প্রধান শিক্ষক রাজনা বেগম ২০০২ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন।
প্রাক-প্রাথমিক শ্রেণিঃ ৩০ জন
প্রথম শ্রেণিঃ ৭১ জন
দ্বিতীয় শ্রেণিঃ ৫৯ জন
তৃতীয় শ্রেণিঃ ৮১ জন
চতুর্থ শ্রেণিঃ ৬৮ জন
পঞ্চম শ্রেণিঃ ৫১ জন
সর্বমোটঃ ৩৬০ জন।
<হাজী মোঃ মজাহিদ আলী চৌধুরী-সভাপতি।
<মোঃ লুৎফুর রহমান-সহ-সভাপতি।
<রাজনা বেগম-সচিব।
<মোঃ চেরাগ আলী-দাতা সদস্য।
<আছমা খাঁনম-বিদ্যুৎ সাহী মহিলা।
<মোঃ আনহার মিয়া-সদস্য।
<আজিজুর বারী চৌধুরী-সদস্য।
<শামীম মিয়া-ুসদস্য।
<পারভীন বেগম-সদস্য।
<সাথী রাণী দে-সদস্য।
<বিজয় ভারতী দেব-সদস্য।
<সাইদ ময়া-সদস্য।
সন পাশের হার।
২০০৭ইং ৮৪%
২০০৮ইং ৮৯%
২০০৯ইং ৯৫%
২০১০ইং ১০০%
২০১১ইং ১০০%
২০১২ইং সনে সুবিধা ভোগী ছাত্র/ছাত্রীর সংখ্যা-১৪৮ জন।
একক পরিবার-১২৮ টি।
একাধিক পরিবার-১০ টি।
মোট পরিবার -১৩৮ টি।
২০১১ইং সনের বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা-২ জন(সাধারন গ্রেড)
<বিগত সমাপনী পরীক্ষায় পাশের হার-১০০%।
<ক্যাচমেন্ট এলাকার ৬+-১০ বছর বয়সী শিশু ভর্তি-১০০%।
<২০১০ ও ২০১১ ইং সনে শিক্ষা-উপকরণ মেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন।
<ক্যাচমেন্ট এলাকার ভর্তি উপযোগী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ভর্তি নিশ্চিত করণ।
<ঝরে পড়া সম্পুর্ন রোধ করণ।
<বিদ্যালয়টিকে দেশের একটি শ্রেষ্ঠবিদ্যাপীঠে পরিণত করা।
উপজেলা সদর থেকে ২৩ কিঃমিঃ দুরে অবস্থিত।
প্রথম শ্রেণিঃ <খাদিজা বেগম চৌধুরী <নাঈমা বেগম <পূর্বাদেব <ছাদিকা বেগম <ফারজানা বেগম চৌধুরী।
২য় শ্রেণিঃ <ইউসা মজিদ <সুহেব মিয়া <নাসরিন বেগম <সালমান কবির চৌধুরী <মনি রবিদাশ।
৩য় শ্রেণিঃ <আদনান আহমদ চৌধুরী <আব্দুল আজিম <ছামিরা বেগম <রীমা বেগম <মিতি রাণী নাথ।
৪র্থ শ্রেণিঃ <সুমাইয়া বেগম <অনিন্দিতা পাল <তাপসী দেব <রমজান মিয়া <তারিকুল ইসলাম।
৫ম শ্রেণিঃ <ফাতেমা বেগম চৌধুরী <শোভন দেব <মাছুমা আক্তর চৌধুরী <খুবাইব মিয়া <আকলিমা বেগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস