১৯৫০সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ১টি পাকা ভবন রয়েছে। প্রাক প্রাথমিক শ্রেণী সহ মোট ৬টি ক্লাস চালু রয়েছে। বিদ্যালয়ে অনুমোদিত পদ সংখ্যা ৩টি। কর্মরত আছেন ১জন শিক্ষক। বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম।
বালাগঞ্জ উপজেলার ১নং উমরপুর ইউনিয়নে হামতনপুর গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তিদের উদ্যোগে ১৯৫০সালে ৬৩শতক ভহমির উপর কাচা ঘর নির্মাণ করে প্রথমে চালু করা হয়। ১৯৭২ইং সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। পরবর্তীতে ২০০০ থেকে ২০০১সালে বিদ্যালয়টিকে পাকা বিল্ডিং এ রম্নপামত্মর করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ছাত্র ছাত্রী ১১৫জন।
শ্রেণী- বালক বালিকা মোট
শিশু ১৩ ৫ ১৮
১ম ১৫ ০৮ ২৩
২য় ১৩ ১০ ২৩
৩য় ১৫ ১১ ২৬
৪র্থ ০৯ ০৫ ১৪
৫ম ০৩ ০৮ ১১
সর্বমোট-১১৫জন।
ক্রঃনং | নাম | পদবী | মন্তব্য |
০১ | হাজী মোঃ আব্দুর রাজ্জাক | সভাপতি |
|
০২ | মোঃ ফরহাদ হোসেন | সহ-সভাপতি |
|
০৩ | বখতিয়ার আহমদ | সচিব |
|
০৪ | ঝুনু রানী সূত্র ধর | বিদ্যুৎসাহী মহিলা |
|
০৫ | ফাতেমা বেগম | অভিভাবক সদস্য |
|
০৬ | আফজল মিয়া | ,, |
|
০৭ | সুফিয়া বেগম | ,, |
|
০৮ | সুহেল রানা | ,, |
|
০৯ | নাহার মিয়া | দাতা সদস্য |
|
১০ | মোঃ রহমত আলী আকন্দ | উচ্চ বিদ্যালয় প্রতিনিধি |
|
১১ | মোঃ আলিমুল হক | শিক্ষাসদস্য |
|
১২ | মোঃ আব্দুল গফুর | ওয়ার্ড সদস্য |
|
সন পাশের হার
২০০৭ ৪৫%
২০০৮ ৫০%
২০০৯ ৫৫%
২০১০ ১০০%
২০১১ ১০০%
সুবিধা ভোগী ছাত্র-ছাত্রীর সংখ্যা ৪৫জন। একক পরিবার- ৪১, যৌথ পরিবার-৪।
অত্র এলাকার ছাত্র-ছাত্রীরা প্রাথমিক শিক্ষাসমাপ্ত করে উচ্চ শিক্ষালাভ করার সুযোগ পাচ্ছে।
বিদ্যালয়ে ৮ম শ্রেণী পর্যমত্ম ক্লাস চালু করা।
ঢাকা-সিলেট মহাসড়ক এর গোয়ালা বাজার হইতে ৬কিঃমিঃ পশ্চিমে হামতনপুর গ্রামে বিদ্যালয়টি অবস্থিত। অটো রিক্সায় উক্ত বিদ্যালয়ের যাতায়াতের মাধ্যম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস