মাদরাসাটি ০৮/০৩/১৯৮৬ ইং সালে প্রতিষ্ঠা লাভ করে, ০১/০১/১৯৯৭ ইং সালে দাখিল ৯ম শ্রেণী পাঠ দানের অনুমতি প্রাপ্ত হয়ে,০১/০৫/২০০০ ইং সালে দাখিল এম.পি.ও ভুক্ত হয়। ০১/০৭/২০০৮ ইং সালে আলিম পাঠ দানের অনুমতি লাভ করে। মাদরাসাটি বালাগঞ্জ উপজেলা সদর থেকে ২ কিঃমিঃ উত্তর-পশ্চিমে বালাগঞ্জ-তাজপুর পাকা সড়কের পাশে অবস্থিত।
আদিত্যপুর কাজী বাড়ী নিবাসী জনাব মোঃ আব্দুল হামিদ (মছরুমিয়া), আদিত্যপুর ও তিলকচানপুর গ্রামের বিশিষ্ট মুরববী সাহেবদেরকে সমবেত করে তিলকচানপুর ও আদিত্যপুর গ্রামের মধ্য ভাগে একটি ধর্মীয় প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ব্যক্ত করলে উপস্থিত সবাই ঐক্যমত হয়েসকলের সার্বিক সহযোগিতায় বিগত ০৮/০৩/১৯৮৬ ইংতারিখে ‘‘ইসলামিয়া মোহাম্মদিয়া দাখিল মাদরাসা’’নামে প্রতিষ্ঠা করেনএই প্রতিষ্ঠান। মাদরাসাটি বালাগঞ্জ উপজেলা সদর থেকে ২ কিঃমিঃ উত্তর-পশ্চিমে বালাগঞ্জ-তাজপুর পাকা সড়কের পাশে হাওরের কোল ঘেষে মনোরম পরিবেশে তিলকচানপুর ও আদিত্যপুর গ্রামের মধ্যখানে অবস্থিত।যে মাদরাসাটি বর্তমানে সরকারী ভাবে আলিম মাদরাসা পর্য়ায়ে উন্নিত করা হয়েছে।
১ম শ্রেণী- ২৩ জন।
২য় শ্রেণী- ১৩ জন।
৩য় শ্রেণী- ১৫ জন।
৪র্থ শ্রেণী- ৩০ জন।
৫ম শ্রেণী- ৩৯ জন।
৬ষ্ঠ শ্রেণী- ৬৩ জন।
৭ম শ্রেণী- ৪৬ জন।
৮ম শ্রেণী- ৬৯ জন।
৯ম শ্রেণী- ৪৯ জন।
১০ম শ্রেণী- ৩৪ জন।
১১শ শ্রেণী- ৩৩ জন।
১২শ শ্রেণী- ২১ জন।
সর্ব মোট ৪৩৫ জন।
মেয়াদ : ১০/০৮/২০১০-০৯/০৮/২০১২ ইং
সদস্য গণের নাম :
ক্রমিক | নাম | পদবী |
০১ | মোস্তাকুররহমান মফুর | সভাপতি |
০২ | মোঃ আব্দুল জববার চৌধুরী, অধ্যক্ষ | সম্পাদক |
০৩ | মোঃ আব্দুল হামিদ | সদস্য |
০৪ | মোঃ আব্দুর খালিক | সদস্য |
০৫ | মোঃ আশরাফুল ইসলাম | সদস্য |
০৬ | মোঃ আব্দুলজলিল | সদস্য |
০৭ | শেখজামাল আহমদ (খলকু) | সদস্য |
০৮ | মোঃ আব্দুল মতিন | সদস্য |
০৯ | মোছাঃ রুকিয়াখাতুন | সদস্য |
১০ | আ, ফ, ম, মঈন উদ্দিন | সদস্য |
১১ | আতাউর রহমান | সদস্য |
১২ | আমিনা বেগম | সদস্য |
১৩ | আবুল কালাম আজাদ | সদস্য |
শ্রেণী | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
ইবতেদায়ীসমাপনী | ২৬ | ২৩ | ৮৮.৪৬% |
জেডিসি | ৭৬ | ৫১ | ৬৭.১১% |
দাখিল | ১৭ | ১৬ | ৯৪.১২% |
আলিম | ২০ | ১৬ | ৮০% |
২০১০ ইং
শ্রেণী | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
ইবতেদায়ীসমাপনী | ২৫ | ১৮ | ৭২% |
জেডিসি | ৪৭ | ২৪ | ৫১.০৬% |
দাখিল | ১৪ | ০৭ | ৫০% |
আলিম | ০৫ | ০৫ | ১০০% |
২০০৯ ইং
শ্রেণী | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
দাখিল | ১৪ | ১৩ | ৯২.৮৬% |
২০০৮ ইং
শ্রেণী | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
দাখিল | ২১ | ১৯ | ৯০.৪৮% |
২০০৭ইং
শ্রেণী | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
দাখিল | ১৫ | ৯ | ৬০% |
শ্রেণী | ছাত্রী | ছাত্র | মোট |
৬ষ্ঠ | ১২ | ০২ | ১৪ |
৭ম | ০৮ | ০২ | ১০ |
৮ম | ১১ | ০৩ | ১৪ |
৯ম | ০৫ | ০২ | ০৭ |
১০ | ০৬ | ০১ | ০৭ |
১১শ | ০২ | ০০ | ০২ |
১২শ | ০২ | ০০ | ০২ |
মোট | ৪৬ | ১০ | ৫৬ |
মফস্বলে অবস্থিত হলেও মাদরাসাটি বরাবরই ভাল ফলাফল করে আসছে। এক নজরে
মাদরাসার বিগত দিনের পাবলিক পরীক্ষার ফলাফল তুলে ধরা হল-
শ্রেণী | সাল | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণ | পাশের হার |
ইবতেদায়ী | ২০১০ | ২৫ | ১৮ | ৭২% |
২০১১ | ২৬ | ২৩ | ৮৮.৪৬% | |
জেডিসি | ২০১০ | ৪৭ | ২৪ | ৫১.০৬% |
২০১১ | ৭৬ | ৫১ | ৬৭.১১ | |
দাখিল
| ১৯৯৮ | ০৮ | ০২ | ২৫% |
১৯৯৯ | ১১ | ০৫ | ৪৫.৪৬% | |
২০০০ | ০৫ | ০১ | ২০% | |
২০০১ | ১৩ | ১১ | ৮৪.৬২% | |
২০০২ | ০৫ | ০২ | ৪০% | |
২০০৩ | ১০ | ০১ | ১০% | |
২০০৪ | ১৩ | ১২ | ৯২.৩১% | |
২০০৫ | ১৪ | ১২ | ৮৫.৭১% | |
২০০৬ | ১৪ | ০৬ | ৪২.৮৬% | |
২০০৭ | ১৬ | ০৯ | ৬০% | |
২০০৮ | ২১ | ১৯ | ৯০.৪৮% | |
২০০৯ | ১৪ | ১৩ | ৯২.৮৬% | |
২০১০ | ১৪ | ০৭ | ৫০% | |
২০১১ | ১৭ | ১৬ | ৯৪.১২% | |
আলিম | ২০১০ | ০৫ | ০৫ | ১০০% |
২০১১ | ২০ | ১৬ | ৮০% |
মাদরাসা ক্যাম্পাসেছাত্রাবাস ও শিক্ষক কোয়ার্টার নির্মাণ এবং পর্যায় ক্রমে মাদরাসাকে কামিল শ্রেণীতে উন্নিত করণ।
বালাগঞ্জ উপজেলা সদর থেকে, বালাগঞ্জ-তাজপুরপুর পাকা সড়কে ২কিঃমিঃ
উত্তর-পশ্চিম দিকে, রাস্থা সংলগ্ন ‘‘ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদরাসা’’।
ফোন- ০১৭১২ ৪৫৪১৪২
এই মাদরাসা থেকে ২ জন ছাত্র সর্বোচ্চ ফলাফল এ প্লাস(A+) গ্রেড
লাভ করে। তারা হল-
ক) মোহাম্মদ আব্দুস সোবহান সুজেল,
পিতা- মোঃ আব্দুল হক,
মাতা-মোছাঃ ফেরদৌসী বেগম,
গ্রাম- আদিত্যপুর,
ডাক ও থানা- বালাগঞ্জ,
জেলা- সিলেট।
দাখিল পরীক্ষা -২০০৬ ইং
খ) মোহাম্মদ আল আমীন,
পিতা- মোঃচান মিয়া,
মাতা- মোছাঃ আনোয়ারা বেগম,
গ্রাম- উত্তর বিশিউড়া,
ডাক- চল্লিশা,
থানা- নেত্রকোনা,
জেলা- নেত্রকোনা।
আলিমপরীক্ষা-২০১১ইং
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস