সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার ৬নং বুরম্নঙ্গা বাজার ইউনিয়নের জে,এল নং- ৭৩, মৌজা- প্রথমপাশা স্থিত ৪০নং প্রথম পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি গ্রামের দক্ষিণে বিশ্বরোড ও বুরম্নঙ্গা সড়কের
সংযোগ স্থল থেকে প্রায় ৪৫০ফুট্পূর্ব দিকে বুরম্নঙ্গা সড়কের লগ্ন উত্তর পার্শ্বে মেটা ৩৩শতক ভহমি ০.০০৫৫একর। অর্থাৎ ৫৫.ভূমি। ভহমির দলিল ২টি। ০১-০১-১৯৭১ ইং সনের বিদ্যালয়টি ঐ ভহমির উপর প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয় গৃহের সংখ্যা ২টি একটি পাকা, একটি অর্ধপাকা। গৃহের কক্ষ৪টি। বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ২৬৪জন। শিক্ষক পদ সংখ্যা ৬টি। প্রধান শিক্ষকের পদ শূণ্য। সহকারী শিক্ষক পদ ১টি শূণ্য। ১জন সহকারী শিক্ষিকা ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে ১জন মাতৃত্ব ছহটিতে। বর্তমানে ২জন কর্মরত।
০১-০১-১৯৭১ইং সনে ৪০নং প্রথম পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করা হয়। বিদ্যালয়ের ভহমি দাতা বৃন্দের নাম যথাক্রমে ১। হাজী মোঃ রইছ মিয়া, ২। মোঃ ইছরাইল খান, ৩। মোঃ আকরম উলস্ন্যা, ৪। মোছাঃ ছুরেফুল নেছা, ৫। হাজী মোঃ মছদ্দর আলী, ৬। মোঃ আজির হোসেন হেডমাষ্টার, ৬। মৌলভী মোঃ জমির হোসেন, ৮। মোঃ আমির হোসেন মাষ্টার, বিদ্যালয়ের কোড নং- ৬০২০৩০৪০২। উলেস্নখ্য যে, উক্ত প্রতিষ্ঠান স্থাপনের পূর্বে অত্র এলাকায় কোন বিদ্যালয় ছিলনা বিদায় শিক্ষারসুযোগ থেকে অনেকেই বঞ্চিত হইয়াছিল। যে বা যাহারা দূর দুরামত্মরের বিদ্যালয়ে যাইয়া লেখাপড়া করেছিল, তাদের সংখ্যা ছিল নগন্য। শিক্ষার প্রয়োজনীয়তার তাগিদে প্রথম পাশা গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি মোঃ আজির হোসেন সাহেব বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়াতে সাড়া দিয়ে এগিয়ে আসলেন লন্ডন প্রবাসী ২জন শিক্ষাদরদী। জনহিতৈষী ব্যক্তি- ১। হাজী মোঃ ইছমাইল খান সাহেব, ২। হাজী মোঃ গোলাম হোসেন সাহেব, তাহাদের অর্থের দ্বারাই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। তাহাদের আর্থিক সাহায্যের দ্বারা বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকা বাসীর কাছে তাহারা স্বরণীয় হয়ে থাকবেন। যদিও বিদ্যালয়টি ১৯৭১সালে প্রতিষ্ঠিত হয় কিন্তু জাতীয় করণ হয় ১৯৭৬ইং সনে। তাই জাতীয় করণের পূর্ব মুহুর্ত পর্যমত্ম শিক্ষক পরিতোষ চন্দ্র দীর্ঘদিন বিনা বেতনে বিদ্যালয় যথারীতি পাঠদান চালিয়ে যাওয়ার পর বিদ্যালয়টিকে জাতীয় করণের লক্ষয পৌছাইতে যে অক্লামত্ম শ্রম দেন তাহা এলাকাবাসীর কাছে স্বরণীয় হতে থাকবে। পরবর্তীতে ২০০৭ইং সনে প্রথমপাশা নিবাসী হাজী মোঃ আয়মত খান সাহেব বিদ্যালয়ের নিরাপত্তার জন্য চতুর পাশে একটি নিরাপত্তা বেষ্টনী (ওয়াল) ও বিদ্যালয় প্রবেশ পথে একটি গেইট নিজ অর্থে তৈরী করে দেওয়ায় বিদ্যালয়ের শুভা বৃদ্ধি পাইয়াছে।
শিশু শ্রেণী- মোট- ২৪জন।
১ম শ্রেণী-মোট- ৬৪জন।
২য় শ্রেণী-মোট- ৫০জন।
৩য় শ্রেণী-মোট- ৫৮জন।
৪র্থ শ্রেণী- মোট- ৩৬জন।
৫ম শ্রেণী-মোট- ৫০জন।
ক্রঃনং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব,ক্বারী মোঃ ইছহাক আলী | সভাপতি |
|
০২ | জনাব, মোঃ আনছার মিয়া | সহ সভাপতি |
|
০৩ | ,, পরিতোষ চন্দ্র | ভারপ্রাপ্ত সচিব |
|
০৪ | ,, লিপি বেগম | সদস্য |
|
০৫ | ,, মোঃ ফিরোজ মিয়া | ইউ/পি সদস্য |
|
০৬ | ,, মোঃ আজমত খান | সদস্য |
|
০৭ | ,, শিল্পি রানী নাথ | ,, |
|
০৮ | ,, সাহেদা বেগম | ,, |
|
০৯ | ,, স্বপ্না রানী বিশ্বাস | ,, |
|
১০ | ,, রাজা মিয়া | ,, |
|
১১ | ,, শফিকুল ইসলাম | ,, |
|
১২ | ,, মোঃ ফজলু মিয়া |
|
|
সন পাশের হার
২০০৭ ১০০%
২০০৮ ১০০%
২০০৯ ৮০%
২০১০ ১০০%
২০১১ ১০০%
২০১২ইং সনে ১ম শ্রেণী হইতে ৫ম শ্রেণী পর্যমত্ম মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪০জন। ৪৫% এ সুবিধা ভোগী ছাত্র-ছাত্রীর মোট সংখ্যা ১০৮জন।
১৯৮৯ইং ট্যালেন্টপুল ১জন, ১৯৯৫ইং সাধারণ বৃত্তি- ২জন, ২০০০ইং সাধারণ বৃত্তি ২জন, ২০০৩ইং সাধারণ বৃত্তি ২জন, ২০০৫ইং সাধারণ বৃত্তি ১জন। ২০০৯ইং সাধারণ বৃত্তি ১জন।
প্রথমপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে আদর্শ বিদ্যালয়ে উন্নীত করা। লাইব্রেরী করা, নতুন গৃহ নির্মাণ ও বাগান করার পরিকল্পনা করা হইয়াছে।
ভাল, স্থল পথ পাকা মারাত্নক।
১ম শ্রেণী- ফাহিম শাহরিয়ার তাহমিদ, ইকবাল মিয়া, মাসুদ হাসান, নয়ন বিশ্বাস, হাবিবা বেগম রিনি।
২য় শ্রেণী- রেজাউল ইসলাম, রম্নহেলা বেগম, টিপু মিয়া, কার্তিক কর, রিয়াজ খান।
৩য় শ্রেণী- সুইটি বেগম, তাছলিমা বেগম, নাদিরা বেগম, আবু সাইদ, আবু বক্কর সিদ্দিক।
৪র্থ শ্রেণী- রাহিমা খানম-১, রাজন দেব নাথ, হাসান আহমদ, নার্গিছ বেগম, লিখন মিয়া।
৫ম শ্রেণী- সুমা আক্তার এনি, স্বপন দেব নাথ, পাওয়েল আহমদ পলাশ, কামরম্নল খান, মিলাদ হোসেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস