Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৪০নং প্রথমপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয় ।

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার ৬নং বুরম্নঙ্গা বাজার ইউনিয়নের জে,এল নং- ৭৩, মৌজা- প্রথমপাশা স্থিত ৪০নং প্রথম পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি গ্রামের দক্ষিণে বিশ্বরোড ও বুরম্নঙ্গা সড়কের

সংযোগ স্থল থেকে প্রায় ৪৫০ফুট্পূর্ব দিকে বুরম্নঙ্গা সড়কের লগ্ন উত্তর পার্শ্বে মেটা ৩৩শতক ভহমি  ০.০০৫৫একর। অর্থাৎ ৫৫.ভূমি। ভহমির দলিল ২টি। ০১-০১-১৯৭১ ইং সনের বিদ্যালয়টি ঐ ভহমির উপর প্রতিষ্ঠিত হয়।বিদ্যালয় গৃহের সংখ্যা ২টি একটি পাকা, একটি অর্ধপাকা। গৃহের কক্ষ৪টি। বিদ্যালয়ের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ২৬৪জন। শিক্ষক পদ সংখ্যা ৬টি। প্রধান শিক্ষকের পদ শূণ্য। সহকারী শিক্ষক পদ ১টি শূণ্য। ১জন সহকারী শিক্ষিকা ডেপুটেশনে অন্য বিদ্যালয়ে ১জন মাতৃত্ব ছহটিতে। বর্তমানে ২জন কর্মরত।