দ্বিতল ভবন কক্ষ সংখ্য-০৬,অনুমোদিত শিক্ষক পদ-০৭, কর্মরত-০৪, মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-২২০, দুই শিফটে পরিচালিত।
১৯৩১ ইং সনে মরহুম জনাব মো: আ: রকিব সারেং সাহেব প্রথমে নিজ বাড়ীতে বিদ্যালয়টি চালু করেন। পরবর্তীতে নিজ বাড়ীতে প্রয়োজনীয় জমি না থাকায় ১৯৬০ সনে মরহুম সৈয়দ মছদ্দর আলী, মরহুম জনাব ইলিয়াছ মিয়া ও মরহুম জনাব তাওহীদ মিয়ার সার্বিক সহযোগিতায় বর্তমান স্তানে স্তানান্তরিত করেন।
প্রাক-প্রাথমিক ১৭ জন
১ম ৪২ জন
২য় ৩৬ জন
৩য় ৪৭ জন
৪র্থ ৪৬ জন
৫ম ৩২ জন
০১। আতাউর রহমান অভিভাবক সভাপতি
০২। মো: আব্দুর রউফ অভিভাবক সহ-সভাপতি
০৩। সৈয়দ মোস্তাক মোহাম্মদ দাতা সদস্য
০৪। মো: ফজলুল রহমান অভিভাবক সদস্য
০৫। মো: আছাব হোসেন চেৌ: মেধাবী অভিভাবক সদস্য
০৬। মো: আব্দুল রব বিদ্যুসাহী পুরুষ সদস্য
০৭। সেলিনা বেগম " সদস্য
০৮। মো: সোনা মিয়া অভিভাবক সদস্য
০৯। সৈয়দ ইউসুফ আলী মা:বি:শি: প্র: সদস্য
১০। শিল্পী রানী দে শিক্ষক প্রতিনিধি সদস্য
১১। ফাতেমা বেগম প্র: শি: সদস্য সচিব।
২০০৭ সালে ১০০%
২০০৮ " ১০০%
২০০৯ " ১০০%
২০১০ ' ১০০%
২০১১ " ৯২%
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-২২০ জন
সুবিধাভোগী-৯২ জন
ঝরে পড়ার হার কমেছে এবং পাসের হার বৃদ্ধি পেয়েছে।
এক শিফটে বিদ্যালয় পরিচালন কার ১০০% ভর্তি নিশ্চিত করে পাঠ সমাপ্তের হার ১০০% উন্নিত করা।
সুগম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস