· আধাপাকা এল আকৃতির পাঁচটি কক্ষ বিশিষ্ট ভবনে শুরু থেকে অদ্যাবধিবিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম চলে আসছে। ৯ম ও১০ম শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান শাখা চালু আছে। বিদ্যালয়টি ১৯৮৬ সন থেকে সরকারী এম.পি.ও ভুক্ত।
১৯৮৫ সনে এলাকাবাসীর উদ্যোগে অএ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। অএ বিদ্যালয়টি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ১৪ নং পুর্ব গৌরীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কুশিয়ারা নদীর পশ্চিম তীরবর্তী এলাকায় অবস্থিত। দীর্ঘ দিন প্রতিষ্ঠানটি প্রত্যন্ত এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
শ্রেণী | ছাএ | ছাএী | মোট |
৬ষ্ঠ | ৪৩ | ৩৭ | ৮০ |
৭ম | ২৪ | ৪৬ | ৭০ |
৮ম | ১৪ | ৩৬ | ৫০ |
৯ম | ১০ | ১৮ | ২৮ |
১০ম | ১৫ | ২৬ | ৪১ |
মোট | ১০৬ | ১৬৩ | ২৬৯ |
সন | এস.এস.সি | জে.এস.সি |
২০১১ | ৭৫.৬৭% | ৭০.৩৭% |
২০১০ | ৪৪.১৮% | ২৯.২৬% |
২০০৯ | ৫২.১৭% |
|
২০০৮ | ২৩.৮০% |
|
২০০৭ | ৪১.৯৩% |
|
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড, ঢাকা বাংলাদেশ, এর পাঠ্যক্রম অনুসারে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ-১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এবং ৯ম ও ১০ম শ্রেণীতে মানবিক ও বিজ্ঞান শাখা চালু আছে । পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলী (ক্রীড়া,সাংস্কৃতিক কার্যাবলী,বিতর্ক অনুষ্ঠান ) চালু আছে।
৯ম ও ১০ম শ্রেণীতে কম্পিউটারপ্রশিক্ষন, কৃষি শিক্ষা বিষয় সহ ভবিষ্যতে একাদশ ও দ্বাদশ শ্রেণী খোলার পরিকল্পনা আছে।
বালাগঞ্জ সদর হইতেবালাগঞ্জ-চাঁনপুর রোডে ১০ কি: মি: পর ১৪ নং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের পাশে স্কুলের অবস্থান।স্কুলের অবস্থান গ্রাম: কায়েস্থঘাট
ডাকঘর: মুসলিমাবাদ ( ডেকাপুর)
থানা : বালাগঞ্জ
জেলা : সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস