বিদ্যালটি বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরী পুর ইউনিয়নের বালাগঞ্জ- রোডের বেতরী ডাইকের পশ্চিম প্রামেত্ম মৈশাষী গ্রামের মধ্যখানে অবস্থিত। বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার পশ্চিমে আতাসন গ্রাম, উত্তরে ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম গ্রাম, পূর্বে ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ রোড এবং দক্ষিনে মাঝআইল বিল।
মৈশাষী হামিদপুর নিবাসী হাজী মমত্মর মিয়া,ছিদ্দেক আলী,ইকবাল আলী গংদের ০.৩৩ শতাংশ ভূমিদানের মাধ্যমে এলাকাবাসী ১৯৬৮সনে উক্ত বিদ্যালয়টি প্রতিষ্টা করেছিলেন এবং ১৯৭৩ সনে নির্বাহী আদেশ বলে উক্ত বিদ্যালয়টি সরকারীকরন করা হয়।
শ্রেনী | বালক | বালিকা | মোট | মন্তব্য |
১ম | ৫৭ | ৫৩ | ১১০ |
|
২য় | ৫০ | ৬৩ | ১১৩ |
|
৩য় | ৫০ | ৭০ | ১২০ |
|
৪র্থ | ৩৭ | ৩৫ | ৭২ |
|
৫ম | ১৫ | ৩৮ | ৫৩ |
|
মোট | ২০৯ | ২৫৯ | ৪৬৮ |
|
১।মো:চেরাগ আলী-সভাপতি
২।মো:ফিরোজ আলী-সহসভাপতি
৩।মাওলানা আব্দুস সামাদ-সদস্য
৪।মো:সমুজ আলী-সদস্য
৫।মো:মখলিছ মিয়া-সদস্য
৬।এম.কে তরিকুল ইসলাম-বিদ্যুৎসাহী
৭।ছালমা বেগম- বিদ্যুৎসাহী
৮।রাবেয়া বেগম-সদস্য
৯।সাহানা আক্তার সুজি-সদস্য
১০।মো:ইরন মিয়া-জমিদাতা
১১।শাহানা্ বেগম শিক্ষক- প্রতিনিধি
১২।মো:আতাউর রহমান-সদস্য সচিব
সন | পরিক্ষায় অংশগ্রহন | পাস | হার |
২০০৭ | ৩৫ | ৩৪ | ৯৭% |
২০০৮ | ৩৫ | ৩১ | ৮৯% |
২০০৯ | ২৯ | ২৬ | ৯০% |
২০১০ | ৩১ | ৩১ | ১০০% |
২০১১ | ৫০ | ৫০ | ১০০% |
ক)সুসমা বেগম সাধারনবৃত্তি ২০০৭ সন
খ)খাদিজা বেগম সাধারনবৃত্তি ২০০৭ সন
গ)রোজিনা বেগম সাধারনবৃত্তি ২০০৮ সন
ক)২০১০ ও২০১১সনের সমাপনীর ফলাফল ১০০%।
খ)২০০১সনে হাজী লাল মিয়া কতৃক ৯টি ফ্যাস প্রদান।
গ)২০১১সনের সেপ্টেম্বর হইতে ডিমেম্বর পর্যমত্ম স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হয়।দাতা মো:জামিল আহমদ
ঘ)২০১০সনে হাজী আব্দুল গনি কতৃক ৫টি চেয়ার প্রদান।
এস.এম.সির সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় উক্ত বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা।
বালাগঞ্জ উপজেলা সদস হতে বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ রাস্থায় বাসে ডাইক নামক স্থানে নেমে পায়ে হেটে প্রায় দুই কিলোমিটার অতিক্রম করে বিদ্যালয়ে আসতে হয়। উপজেলা সদর থেকে বিদ্যালয়ের দুরত্ব প্রায় ১৮ কিলোমিটার।
১) মানসুরা তাওহিদা
২) বুসরা আক্তার লিজা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস