বিদ্যালয়টি সিলেট জেলার বালাগঞ্জ উপজেলাধীন ৪ নং পুর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামে। এটা উপজেলা সদর থেকে প্রায় ৭ কি:মি: পশ্চিমে কুশিয়ারা ডাইকের পুর্ব পাশে কুমিয়ারা নদীর তীরে অবস্থিত। বিদ্যালয়ে একটি পাকা ভবন ও একটি অর্ধপাকা অফিস গৃহ বর্তমানে ঝুকিপুর্ণ অবস্থায় পড়ে আছে। বিদ্যালয় ভবনটি অতিশয় মনোরম পরিবেশে সৃষ্টি করা হয়েছে।
১৮৮৩ সালে হামছাপুর গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়টি স্থাপন করেন। বর্তমানে দখলকৃত ০.৫০ শতক ভুমির উপর সে সময় তারা প্রথম অবস্থায় বাশ ও ছন দিয়ে একটি গৃহ তৈরী করে একজন শিক্ষকের দ্বারা পাঠ দানের কাজ চালু করেন। অত্র এলাকার অন্য কোন শিক্সা প্রতিষ্ঠান না থাকায় দুর দুরান্ত থেকে ছাত্র-ছাত্রী এসে উক্ত বিদ্যালয় লেখাপাড়ার সুযোগ পায়।
১ম ম্রেণিতে ৫৩ জন
২য় " ৩০ জন
৩য় " ৫৭ জন
৪র্থ " ৪৫ জন
৫ম " ৪০ জন
২২৫ জন
০১। মকদ্দুছ আলী ছাত্র অভিভাবক সভাপতি
০২। মো: ফজলু মিয়া ভা: প্রা: শি: সদস্য সচিব
০৩। জ্যোস্না দাস শিক্ষক প্রতিনিধি সদস্য
০৪। আবুল কালাম মা: বি: শি: প্র: সদস্য
০৫। মাহমুদা বেগম মহিলা বিদ্যুতসাহী সহ-সভাপতি
০৬। আহমদ আল দাতা সদস্য
০৭। আবিল মিয়া বিদ্যুত সাহী সদস্য
০৮। হালিমা বেগম ছাত্রঅভিভাবক সদস্য
০৯। আং মজিদ " সদস্য
১০। আজিজা বেগম " সদস্য
১১। আছমা বেগম " সদস্য
সাল অংশগ্রহণকারীর সংখ্যা পাশের সংখ্যা পাশের হার মন্তব্য
২০০৭ ১৪ ১২ ৮৫%
২০০৮ ১৫ ১৫ ১০০%
২০০৯ ২৮ ২৮ ১০০%
২০১০ ২৩ ২৩ ১০০%
২০১১ ২৪ ২৪ ১০০%
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা -২২৫ জন
সুবিধাভোগীর সংখ্যা -১০১ জন
প্রাথমিক বৃত্তি২০০৭ব সালে ০১ জন, ২০০৮ সালে ০১ জন, ২০১০ সালে ০১ জন, ২০১১ সালে ০২ জন।
বিদ্যালয়টি জুনিয়র হাইস্কুল এ উন্নতী করা।
দুর্গম
০১। ছাদ্দাম হোসেন ২য় শ্রেণি
০২। তানভীর হাসান ৩য় শ্রেণি
০৩। হাফছা মিমি ৪র্থ শ্রেণি
০৪। মাছুমা বেগম ৫ম ম্রেণি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস