জয়বনুনেছা গার্লস হাই স্কুল সিলেট জেলার অন্তর্গত ওসমানী নগর থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের পার্শে আহমদ নগরে অবস্থিত । বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট মুল ভবনে পাঁচটি শ্রেনি কক্ষ , শিক্ষক মিলনায়তন , গ্রন্তাগার ,বিজ্ঞানাগার ,একটি মিনি অডিটরিয়াম এবং বিদ্যুতের সংযোগ বিদ্যমান । মুল ভবনের বাইরে একটি অগভীর নলকুপ আছে। বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্ন থেকেই ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা ও বিত্তিমুলক পরিক্ষায় অংশগ্রহন করে কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে । লেখাপড়ার পাশাপাশি ছাত্রীরা নিয়মিত ভাবে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করে থাকে।ভিবিন্ন জাতীয় দিবসের পাশাপাশি প্র২তি বছর বর্নাঢ্য আ০৮৮৮য়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান পালিত হয় ।
জয়বুননেছা গার্লস হাই স্কুলটি অত্র এলাকা ও তার আশে পাশে২০র গ্রামের আদর্শ নারী শিক্ষা সম্প্রসারনের ক্ষেত্রে যুগান্তকারী পরিকল্পনা নিয়ে বালাগঞ্জ উপজেলাধীন ৯নং দয়ামীর ইউনিয়নস্থ আহমদনগর, নাজির বাজার, সিলেটের প্রবাসী সমাজসেবি ও শিক্ষানুরাগি জনাব মোঃ নুরুল ইসলাম ও তার পরিবারের অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবি প্রখ্যাত শিশু চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোঃ আজির উদ্দিন আহমদ সহ তাদের পরিবারের উদ্দ্যোগে তাদের মাতাঃ বেগম জয়বুননেছা এর নামে বিগত ১লা জানুয়ারি ২০০৮ ইং সাল থেকে অত্র জয়বুননেছা গার্লস হাই স্কুল প্রতিষ্টা করতে তাদের নিজস্ব প্রায় ৬০শতক ভুমির উপর দুতলা বিশিষ্ট ভবন তৈরি করে সম্পূর্ন বেসরকারি ভাবে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে । বিদ্যালয়টিতে ষষ্ট শ্রেনি থেকে দশম শ্রেনি পর্যন্ত পাঠদান চলছে ।এদিকে শিক্ষা মন্ত্রনালয়ের প্রেরিত নিম্ন মাধ্যমিক পাঠ দানের অনুমুতি সংক্রান্ত চিঠি স্মারক নং শিম/শাঃ ১২/সি-অনু / স্বীকিৃতি ২৮/২০১১/২৩এর প্রেক্ষিতে সিলেট শিক্ষাবোর্ড -০১/০১/২০১১ইং থেকে ৩১/১২/২০১৩ইং পর্যন্ত তিন বছরের জন্য নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসেবে পাঠদানের প্রাথমিক অনুমতি প্রধান করেন এবং বাংলাদেশের শিক্ষাতথ্য ও পরিসংখান ব্যুরো থেকে ইস্যু করা বিদ্যালয়ের EIIN-134701..
শ্রেণী | ৬ষ্ট শ্রেণী | ৭ম শ্রেণী | ৮ম শ্রেণী | ৯ম শ্রেণী | ১০ম শ্রেণী |
ছাত্রী সংখ্যা | ৩৭ | ৩০ | ২৭ | ৩০ | ২১ |
ওয়াজিদ আলী জয়বুন নেছা ফাউন্ডেশন কর্তৃক মনোনিত সদস্য বৃন্দকে নিয়ে পরিচালনা কমিটি দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে ।তবে শিক্ষা বোর্ডের চিঠির মর্মানোযায়ী ২০০৯-১০ ৪৮ধারা অনুযায়ী অচিরেই একটি নির্বাহি কমিটি গঠন করা হবে।
পরিক্ষার নাম | পরিক্ষার মান | পরিক্ষার্থীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার |
জে,এস,সি | ২০১০ | ২৬ | ২০ | ৭৭% |
জে,এস,সি | ২০১১ | ৩০ | ২৯ | ৯৭% |
এমপিও ভূক্তকরন ও উচ্চ মাধ্যমিকে উন্নীত করন।
জয়বুননেছা গার্লস হাই স্কুল,ডাক: নাজিরবাজার, উপজেলা: বালাগঞ্জ, জেলা: সিলেট।
· ছাদিয়া আফরিন নীলা (১০ম)
· পপি বেগম (১০ম)
· রোকসানা বেগম (১০ম)
· করুনা পারভিন (১০ম)
· ফাতেমা আক্তার শাম্মি (৯ম)
· ছাবিনা বেগম (৯ম)
· তৃষা রাণী নাহা (৯ম)
· ফাতেমা জহুরা তাম্মি (৮ম)
· তাছলিমা আক্তার লিমা (৮ম)
· রহিমা আক্তার (৮ম)
· তাজকিয়া আক্তার (৭ম)
· নাদিরা বেগম (৭ম)
· লিজা বেগম (৭ম)
· তানজিলা ইসলাম (৬ষ্ট )
· সাবানা বেগম (৬ষ্ট )
· প্রিয়া রাণী দেব (৬ষ্ট )
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস