থানাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্ঠিত। বিদ্যালয়টি বালাগঞ্জ উপজেলার উছমানপুর ইউনিয়নের বর্তমান ৪নং ওয়ার্ডের খয়রাবাদ বাজারে অবস্থিত। বিদ্যালয়টি L আকৃতির। বিদ্যালয়ে ৭টি কক্ষ আছে।মোট শিক্ষার্থী প্রায় ৫৫০ জন। শিক্ষক পদ সংখ্যা ৮ টি। কর্মরত শিক্ষক ৭জন। শুণ্য পদ ১টি। বিদ্যালয়ের মোট ভূমির পরিমাণ ১ একর। বিদ্যালয়ের সামনে একটি প্রসস্থ খেলার মাঠ রয়েছে। মাঠের পাশে একটি পুকুর,একটি শহীদ মিনার, একটি লিফ্ট ও একটি দোলনা রয়েছে। বিদ্যালয়ের ৯৫% শিক্ষার্থী ইউনিফর্মধারী। উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দুরত্ব ১২ কি.মি।
৭৩ নং থানাগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ১৯৪০ সালে প্রতিষ্টিত হয়। তৎকালীন স্থানীয় শিক্ষানুরাগী সচেতন ব্যক্তিবর্গের সমন্বিত ঐক্যান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম কাজী ফজলুর রহমান এবং সহকারী শিক্ষক জনাব নজিরুদ্দীন শিকদার। জানা যায়, তাঁরা বিনা পারিশ্রমিকে দীর্ঘকাল শিক্ষাদান করেন। বিদ্যালয়টি সর্বপ্রথম প্রসন্ন ঠাকুরের কাচারি ঘরে চালু হয়। পরে এটি ইউনুছ কাজীর বাড়ির সামনে অস্থায়ী ভিত্তিতে পরিচালিত হয়। পরবর্তীতে এলাকাবাসীর আর্থিক সহায়তায় ও দাঁতাদের দানের মাধ্যমে একটি কাঁাচা ঘর তৈরী করে বিদ্যালয়টি যাত্রা শুরু করে। থানাগাঁও গোপালপুর গ্রামের জনাব আবুল কালাম আজাদের ভাষ্যমতে তারঁ পূর্বপুরুষ বিদ্যালয়ের ভুমি দান করেন। এলাকার বিভিন্ন ব্যক্তির দান-অনুদান ও সরকারের সহায়তায় বিদ্যালয়টি এ পর্যায়ে পৌছে।
শ্রেণির নাম | বালক | বালিকা | মোট |
শিশূ | ২২ | ১৬ | ৩৮ |
১ম | ৫৮ | ৫০ | ১০৮ |
২য় | ৫৪ | ৪৫ | ৯৯ |
৩য় | ৭৪ | ৫৬ | ১৩০ |
৪র্থ | ৪৮ | ৬৫ | ১১৩ |
৫ম | ৩০ | ৪০ | ৭০ |
ক্রমিক নং | সদস্যের নাম | পদবী |
১ | আবুল কালাম আজাদ | সভাপতি |
২ | কাজী মাখন মিয়া | সহ সভাপতি |
৩ | কাজী তুহেল আহমদ | ইউপি সদস্য |
৪ | সেলিম আহমদ | শিক্ষানুরাগী সদস্য |
৫ | লাভলী চৌধুরী | শিক্ষানুরাগী সদস্য |
৬ | আফিয়া বেগম | মেধাবী শিক্ষার্থী অভিভাবক |
৭ | হাজী আব্দুল মজিদ | অভিভাবক সদস্য |
৮ | রাফিয়া বেগম | অভিভাবক সদস্য |
৯ | কাজী মোতাহের হোসেন | উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
১০ | আবুল কালাম আজাদ | সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি |
১১ | মন্দিরা রাণী দাস | প্রঃশি/ সদস্য সচিব |
২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ||||||||||
সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার |
৪৯ | ৪৯ | ১০০% | ৬৭ | ৬৬ | ৯৮% | ৫৩ | ৪৫ | ৮৫% | ৫৫ | ৫৫ | ১০০% | ৫২ | ৫২ | ১০০% |
শ্রেণি | মোট শিক্ষার্থী | সুবিদাভোগী | একক | একাধিক |
১ম | ১০৮ | ৪৪ |
|
|
২য় | ৯৯ | ৪৮ | ২০০ | ০১ |
৩য় | ১৩০ | ৫১ |
|
|
৪র্থ | ১১৩ | ৩৪ |
|
|
৫ম | ৭০ | ২৪ |
|
|
মোট শিক্ষার্থী | উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী |
৫৫০ জন | ২০১ জন |
ক. বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় ২০১০ ইংরেজি সনে উপজেলা পর্যায়ে রানার্সআপ।
খ. ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ময়নুল আজাদ ফারুক ২০১০ সনে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট এবং জাতীয় পর্যায়ে রানার্সআপ হন।
গ. বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল কালাম আজাদ ২০১০ সনে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নিবাচিত হন।
ঘ. ৪র্থ শ্রেণির ছাত্রী কাজী মাহফুজা উপজেলা পর্যায়ে ২০১২ সনে দেশাত্ববোধকগান ও সুন্দর হাতের লেখায় ২য় স্থান অর্জন করে।
ঙ. ৯৫% শিক্ষার্থীর ইউনিফর্ম নিশ্চিত হয়েছে।
চ. বিগত ২ বছর যাবৎ সমাপনী পরীক্ষায় বৃত্তিসহ শতভাগ পাশ।
ছ. মাননীয় উপজেলা চেয়ামম্যান এর অনুদানে কোমলমতি শিশুদের শারীরিক ও মানষিক বিকাশ সাধনের লক্ষ্যে খেলাধুলার জন্য একটি লিফ্ট ও একটি দোলনার ব্যবস্থা করা হয়েছে ।
জ. এলাকার বৃত্তবানদের অনুদানে অফিসিয়াল কাজকর্ম করার জন্য অফিসে একটি কম্পিউটারের ব্যবস্থা করা হয়েছে।
ঝ. এলাকার বৃত্তবানদের অনুদানে ৪০ সেট ডেস্ক-বেঞ্চ এর ব্যবস্থা করা হয়েছে।
ঞ. ধারাবাহিকভাবে বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন বেসরকারী বৃত্তি পেয়ে আসছে।
ট. সফলভাবে বিদ্যালয় প্রাঙ্গনে ২০১২ সালে শিক্ষা মেলার আয়োজন যা সর্বোমহল কর্তৃক প্রশংসিত হয়।
ঠ. ১০নং উছমানপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাননীয় সদস্য জনাব কাজী তুহেল আহমেদ ব্যক্তিগত পক্ষ থেকে ১৫০ সেট ইউনিফর্ম প্রদান করেন।
ক. বিদ্যালয়টিকে এক শিফ্টে চালু করা।
খ. ১০০ ভাগ ইউনিফর্ম নিশ্চিত করা।
গ. সর্বোপরি শিশুবান্ধর একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
উপজেলা সদর থেকে বিদ্যালয়টির দুরত্ব ১২ কি.মি। বিদ্যালয়টি দয়ামীর- লামাপাড়া পাকা রাস্তার পাশেই খয়রাবাদ বাজার নামক স্থানে অবস্থিত।
শিক্ষার্থীর নাম | শ্রেণি | সন |
কাজী রামিশা | ২য় | ২০১১ |
নাজমুল ইসলাম চৌধুরী | ৩য় | ২০১১ |
কাজী মাহফুজা | ৪র্থ | ২০১১ |
মাহিরা আক্তার চৌধুরী | ৫ম | ২০১১ |
সাজু চৌধুরী | ৫ম | ২০১০ (সাঃ বৃত্তি) |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস