উক্ত বিদ্যালয়টি ১৯৪০ সালে নির্মিত হয়। বিদ্যালয়টি পুর্বমুখী। এব ভুমরি পরিমাণ হলো ৭৩ শতাংশ।
আদিত্যপুর এ কোন সরকারী প্রাথমিক বিদ্যালয় ছিল না। প্রথম অবস্থায় ১৯৪০ সালে আদিত্যপুরে রবীন্দ্র কুমার সেন নামক এক ব্যক্তির বাড়ীতে বামের ছাপটা দিয়ে ঘর বানিয়ে শিশুদের পড়ামুনা কাজ শুরু হয়েছিল। তখন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল।
প্রাক-প্রাথমিক ২৫ জন
১ম শ্রেণিতে ৪৬ জন
২য় " ৩০ জন
৩য় " ৩৬ জন
৪র্থ " ২৯ জন
৫ম " ৪৫ জন
মোট ২১১ জন
০১। সভাপতি মো: আবুল কালাম আজাদ
০২। সহ-সভাপতি কৃপেশ বৈদ্য
০৩। সদস্য সচিব সীমা রানী দাস
০৪। সদস্য মো:আওলাদ আলী
০৫। সদস্য সেলিনা পারভীন
০৬। সদস্য রত্না রানী দেব
০৭। সদস্য নমিতা রানী সরকার
০৮। সদস্য শেখ জামাল আহমদ
০৯। সদস্য কলি রানী দেব
১০। সদ্স্য মো: গোলজার আহমদ চেৌধুরী
১১। সদস্য জবা রনী আচার্য্য
২০০৭ ১০০%
২০০৮ ৯২%
২০০৯ ৬৮%
২০১০ ৯৬%
২০১১ ১০০%
মোছ ছাত্র-ছাত্রী- ২১১ জন
সুবিধাভোগী -৮১ জন
২০১১ সালে ০২টি টেলেন্টপুলসহ ১০০% পাশ।
উক্ত বিদ্যালয়টি এ' গ্রেড হলে লেখাপড়ার মান আরও বাড়বে।
বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার সাথেও সড়ক যোগাযোগ ভাল।
২য় ম্রেণি-সুবর্ণা দেব
৩য় " রহিমা বেগম
৪র্থ " নুসরাত জাহান মিয়া
৫ম " তানজিনা আক্তার
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস