বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রধানসেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর স্মৃতিময় জন্মস্থান সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানী নগর থানার দয়ামীরে; ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে (প্রায় ৭০০ মিটার ভিতরে) দয়ামীর কলেজটির অবস্থান। ছায়াঘেরা প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে প্রায় দুই একর ভূমির ওপর কলেজটি তার আপন ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠালগ্ন থেকে আশাব্যঞ্জকফলাফল অর্জনের মধ্য দিয়ে কলেজটি তার সুনাম অক্ষুন্নরেখেছে। বিস্তৃত খেলার মাঠ, মনোরম ক্যাম্পাস, সুসজ্জিত অবকাঠামো আর যুগোপযুগী পাঠদান কলেজের সফলতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। অভিজ্ঞ অধ্যাপকমন্ডলীর নিরলস পরিশ্রমে কলেজটি এগিয়ে যাচ্ছে তার কাঙ্কিত লক্ষ্যের দিকে।
বালাগঞ্জ উপজেলা তথা দয়ামীর ইউনিয়নের কৃতীসন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের তৎকালীন সচিব- বাস্তবায়ন, পবিক্ষণ ও নিয়ন্ত্রণ জনাব সফিউর রহমান চৌধুরীর উৎসাহ, অনুপ্রেরণা এবং সার্বিক সহযোগীতায় দয়ামীর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জনাব মো: আব্দুল হামিদ, অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তার, জনাব বেলালুজ্জামান, জনাব নেছাওর আলম, জনাব নজমুল গণি ওসমানীসহ আরও অনেকের উদ্যোগে এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতায় ১৯৯৫ খ্রিষ্টাব্দে কলেজটি স্থাপিত হয়। ১৯৯৫-১৯৯৬ শিক্ষাবর্ষে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা নিয়ে স্থানীয় ছদরুন্নেসা উচ্চ বিদ্যালয়ে কলেজটি তার প্রথম একাডেমিক কার্যক্রম শুরু করে। একই খ্রিষ্টাব্দের ১৯ অক্টোবর তৎকালীন পরিকল্পনা সচিব- বাস্তবায়ন, পবিক্ষণ ও নিয়ন্ত্রণজনাব সফিউর রহমান চৌধুরী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে কলেজটির বর্তমান স্থায়ী ক্যাম্পাসে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রবাসী এবং স্থানীয় দানশীল ব্যক্তিবর্গের অর্থানুকূল্যে কলেজের নিজস্ব একাডেমিক ভবন নির্মিত হলে ১৯৯৬ সালের মে মাসে কলেজটি তার নিজ ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। কলেজটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক জনাব মো: আইয়ূব এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন জনাব লুৎফুর রহমান আক্তার। ১লা জানুয়ারী ১৯৯৭ খ্রি. কলেজটি এমপিও ভুক্ত হয়।
শ্রেণী | সেশন | ছাত্র সংখ্যা | ছাত্রী সংখ্যা | মোট |
একাদশ | ২০১১-২০১২ | ৪৭ | ৫৩ | ১০০ |
দ্বাদশ | ২০১০-২০১১ | ২৪ | ২৩ | ৪৭ |
মোট ছাত্র= ৭১ মোট ছাত্রী= ৭৬ সর্বমোট= ১৪৭
ক) কমিটির ধরন:গভার্নিং বডি
খ) কমিটির মেয়াদ: ০৯.০৩.২০১০ - ০৮.০৩.২০১২ (মেয়াদ উত্তীর্ন, এডহক কমিটি গঠন প্রক্রিয়াধীন )
গ) কমিটির সদস্য সংখ্যা: ১২ সদস্য
ঘ) সভাপতি: মো: মোস্তাকুর রহমান, উপজেলা চেয়ারম্যান, বালাগঞ্জ।
এইচএসসি
সন | মোট পরীক্ষার্থী | পাসের সংখ্যা | পাশের হার |
২০০৭ | ১৯ | ১৮ | ৯৪.৭৪% |
২০০৮ | ৪১ | ২৭ | ৬৫.৮৫% |
২০০৯ | ৪২ | ৩৫ | ৮৩.৩৩% |
২০১০ | ২২ | ১১ | ৫০.০০% |
২০১১ | ৩২ | ২৮ | ৮৭.৫০% |
একাদশ শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা ৫৩ জন, উপবৃত্তি প্রাপ্ত ২১ জন।
দ্বাদশ শ্রেণীতে মোট ছাত্রী সংখ্যা ২৩ জন উপবৃত্তি প্রাপ্ত ৯ জন।
শিক্ষা বোর্ডের গড় পাশের হারের চেয়েও প্রতিষ্ঠানের পাশের হার বেশি
স্নতক (পাস) কোর্স চালু করা।
দয়ামীর কলেজ
ডাক: দয়ামীর, থানা: ওসমানী নগর, উপজেলা: বালাগঞ্জ, জেলা: সিলেট।
মোবাইল নম্বর: ০১৭১৬৩৭২৩৭২
Email: dayamircollege1391@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস