অত্র বিদ্যালয়টি ইংরেজী অক্ষর ডাবিস্নউ (W) আকুতিতে তৈরি করা হয়েছে। শ্রেণী কক্ষ ০৭টি, প্রধান শিক্ষকের কক্ষ ০১টি, শিক্ষক মিলায়তন ০১টি, অফিস কক্ষ ০১টি, বিজ্ঞান ভবন ০২টি, অডিটরিয়াম ০১টি, খেলাধুলার কক্ষ ০১টি, লাইব্রেরী ০১টি, স্কাউট কক্ষ ০১টি, ম্যানেজিং কমিটি সভা কক্ষ ০১টি, ছাত্রী মিলায়তন ০২টি, ছাত্রীদের নামাজ কক্ষ ০১টি এছাড়াও সু-পরিসর খেলার মাঠ, ছাত্র ছাত্রীর জন্য আলাদা ল্যাট্রিন, ছোট ০২টি পুকুর আছে। বিদ্যালয়টি কোলাহল মুক্ত মনোরম পরিবেশে অবস্থিত। সর্বমোট ৩.৮৫ একর ভূমির উপর বিদ্যালয়টি অবস্থিত।
বিদ্যালয়টি ১৯৪১ খৃষ্টাব্দে খুজগীপুর নিবাসী বাবু কামদা প্রসন্ন চোধুরী মিডল ইংলিশ (M.E) স্কুল হিসাবে প্রতিষ্টা করেন। প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন বাবু করম্ননাময় চৌধুরী। ১৯৫০ইং পর্যমত্ম এম. ই স্কুল হিসাবে পরিচালিত হয়। ১৯৫১ইংহইতে ১৯৫৭ ইং পর্যমত্ম বিদ্যালয়টি নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসাবে পরিচালিত হয়।১৯৫৮ইংরেজীতে মাধ্যমিক বিদ্যায়ল হিসাবে স্বীকৃতি লাভ করে। ১৯৫৯ খৃ: বিদ্যালয়য়ের ছাত্র ছাত্রী মেট্রিক পরীক্ষায় প্রথম ব্যাচ হিসাবে অংশ গ্রহন করে কৃতিত্ব পূর্ণ ফলাফল অর্জন করে। ১৯৬৪ খৃ: লামা ইসব পুর নিবাসী জনাব শেখ মো: কটুমিয়া ও তাঁহার ভ্রাতাগন তাঁহাদের সম্মানিত পিতা মান উলস্নাহ সাহেবের নাম সংযোজন করার জন্য বিধি মোতাবেক বিদ্যালয়ে দান করিলে তাহাদের পিতার নাম সংযোজন করিয়া খুজগীপুর মান উলস্নাহ উচ্চ বিদ্যালয় হিসাবে নামকরন করা হয়। আজবদি বিদ্যালয়টি খুজগীপুর মান উলস্নাহ উচ্চ বিদ্যালয় হিসাবে আছে এবং সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাইতেছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন সহপাঠকক্রমিক কার্যক্রমে অংশগ্রহন করে সফলতা অর্জন করে আসিতেছে। বর্তমানে বিদ্যালয়ে ০৮জন শিক্ষক, ০১জন অফিস সহকারী, ০১জন পিয়ন ও ০১ নৈশ্য প্রহরী কর্মরত আছেন। বিদ্যালয়ের বিজ্ঞান ও মানবিক বিভাগ চালু আছে।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৩৯ | ৫৯ | ৯৮ |
৭ম | ৪৬ | ৪৪ | ৯০ |
৮ম | ৩৩ | ৩০ | ৬৩ |
৯ম | ২৫ | ৩৩ | ৫৮ |
১০ম | ১৫ | ৩৯ | ৫৪ |
মোট: | ১৫৮ | ২০৫ | ৩৬৩ |
১২জন সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। যা অনুমোদনের প্রক্রিয়াধীন।
পরীক্ষার নাম | সন | পরীক্ষার্থীর সংখ্যা | পাসের সংখ্যা | শতকরা হার |
এস.এস.সি | ২০১১ | ৫৫ | ৫০ | ৯০.৯১% |
জে.এস.সি | ২০১১ | ৮৮ | ৬২ | ৭০.৪৫% |
এস.এস.সি | ২০১০ | ৫৪ | ৪৭ | ৮৮.৮৮% |
জে.এস.সি | ২০১০ | ৬২ | ৩৮ | ৬১.২৯% |
এস.এস.সি | ২০০৯ | ৬০ | ৪২ | ৭০%
|
এস.এস.সি | ২০০৮ | ৩০ | ১৩ | ৪৩% |
এস.এস.সি | ২০০৭ | ৩৭ | ২৫ | ৩৭.৫৬ |
২০১২ সালের উপবৃত্তির তালিকা
শ্রেণী | ৩১ জানুয়ারী ২০১২ তারিখে ভর্তি তাীরকা ভূক্ত শিক্ষার্থীর সংখ্য | উপবৃত্তি প্রাপ্যতার সংখ্যা | মমত্মব্য | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র(১০%) | ছত্রী(৩০%) | মোট | ||
৬ষ্ঠ | ৩৮ | ৫৯ | ৯৭ | ৪ | ১৮ | ২২ |
|
৭ম | ৪৬ | ৪৩ | ৮৯ | ৫ | ১৩ | ১৮ |
|
৮ম | ২৮ | ২৯ | ৫৭ | ৩ | ৯ | ১২ |
|
৯ম | ২৫ | ২৯ | ৫৪ | ৩ | ৯ | ১২ |
|
১০ম | ১৫ | ৩৫ | ৫০ | ২ | ১০ | ১২ |
|
মোট: | ১৫২ | ১৯৫ | ৩৪৭ | ১৭ | ৫৯ | ৭৬ |
|
বিদ্যালয়েশিক্ষার্থীর সংখ্যা বৃদ্দি করা, মানসম্মত পাঠদান, সহপাঠকক্রমিক কার্যক্রম জোরদার করা, আধূনিক শিক্ষাদাপ পদ্ধতি চালু করা, বিদ্যালয়ের সাথে সংশিস্নষ্ঠ প্রতিষ্ঠান/অফিসের সাথে তথ্য প্রযুক্তি ব্যাবহার করা সু-শৃঙ্খল জাতি গঠনের লক্ষক্ষ্য শিক্ষার্থীদের মনোভাব গড়ে তোলা এবং পাবলীক পরিক্ষাগুলোতে শত ভাগ ফলাফল অর্জন করা।
ডাক: উমরপুর, থানা: ওসমানীনগর, উপজেলা: বালাগঞ্জ, জেলা: সিলেট।
ঢাকা-সিলেট মহাসড়কে গোয়ালাবাজার থেকে চার কিলোমিটার পশ্চিমে খাদিমপুর রোডে ১নং উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস