বর্ণনাঃগহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী সিলেট শহর থেকে ১৭কিঃমিঃ দক্ষিণে এবং বালাগঞ্জ উপজেলা সদর থেকে ১৩ কিঃমিঃ উত্তরে সিলেট-সুলতানপুর বালাগঞ্জ সড়কের সন্নিকটে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত।
বালাগঞ্জ-উপজেলাধী ১১নং দেওয়ান বাজার ইউনিয়নের আলাপুর নিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবী,আব্দুল মতিন ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও যুক্তরাজ্য প্রবাসী,জনাব আব্দুল মতিনের একক অর্থায়নে এবং এলাকাবাসীর সক্রিয় সহযোগিতায় এলাকার নারী শিক্ষা প্রসারের লক্ষে গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী,২০০৮ খ্রিস্টাব্দের ১লা ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টির ভিওি প্রস্তর স্থাপন করেন সিলেট-৩ আসন (ফেঞ্চুগঞ্জ,দক্ষিণ সুরমা,বালাগঞ্জের একাংশ) এর মাননীয় সংসদ সদস্য জনাব,আলহাজ্ব মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস। ০১/০১/২০১২ খ্রিস্টাব্দ তারিখে বিদ্যালয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড,সিলেট কর্তৃক অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের অনুমতি লাভ করেছে।
৬ষ্ঠ ৫৫ জন, ৭ম ৩০ জন, ৮ম ৪৪ জন
প্রক্রিয়াধীন
শ্রেণী | ৩১জানুঃ ২০১২ পর্যন্ত ভর্তি | উপবৃত্তি প্রাপ্যতার হার | মন্তব্য | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র ১০% | ছাত্রী ৩০% | মোট | ||
ষষ্ঠ |
| ৫৫ | ৫৫ |
| ১৬ | ১৬ |
|
৭ম |
| ৩০ | ৩০ |
| ০৯ | ০৯ |
|
৮ম |
| ৪৪ | ৪৪ |
| ১৩ | ১৩ |
|
মোট |
| ১২৯ | ১২৯ |
| ৩৮ | ৩৮ |
|
বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক কলেজে উনীণত করার পরিকল্পনা আছে।
বর্তমান কর্মস্থলঃগহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমী
উপজেলা- বালাগঞ্জ, জেলা-সিলেট।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস