বিদ্যালটি কুশিয়ারা নদীর উত্তর পাড়ে এবং কুশিয়ারা ডাইকের উত্তর পার্শে ১৪ নং পূর্ব গৌরী পুর ইউনিয়ন পরিষদের অমত্মর্ভুক্ত ওসমানীগঞ্জ বাজারের পাশে অবস্থিত। উপজেলা সদর হইতে বিদ্যালয়ের দূরত্ব ৭কি:মি:।
বিদ্যালয়টি প্রথমে ১৯৩৮ ইংরেজীতে বেড়া বিহীন একচালা ছনের ছাউনির ঘর ছিল। তারপর টিনের ছাউনি এবং বাশের বেড়া হয় এবং কিছুদিন পর বিদ্যালয়টি আধাপাকা ঘরে রূপ নেয়। সর্বশেষ ১৯৯৯সালে ইসলামী ব্যাংকের সহায়তায় বন্যা আশ্রয় কেন্দ্র হিসেবে একটি পাকা ভবন নির্মিত হয়।
শ্রেণি | বালক | বালিকা | মোট |
১ম | ২৮ | ৩২ | ৬০ |
২য় | ৩০ | ২৬ | ৫৬ |
৩য় | ৪০ | ৪৭ | ৮৭ |
৪র্থ | ২২ | ৩৭ | ৫৯ |
৫ম | ১৪ | ২২ | ৩৬ |
মোট | ১৩৪ | ১৬৪ | ২৯৮ |
ক্র:নং | নাম | পদবী |
০১ | মো:আকরম শাহ | সভাপতি |
০২ | শেখ মো:ফরিদ উদ্দীন | সহসভাপতি |
০৩ | সুধীর চন্দ্র দাস | সদস্য |
০৪ | মো:আবুল কালাম খান | সদস্য |
০৫ | রামানন্দ চক্রবর্তী | সদস্য |
০৬ | রেখা রানী দাস | সদস্য |
০৭ | সাবিতী রানী দাস | সদস্য |
০৮ | রীতা রানী দাস | সদস্য |
০৯ | শেলী বেগম | সদস্য |
১০ | রাহেলা বেগম | সদস্য |
১১ | মো:আলতাবুর রহমান | ইউ/পি সদস্য |
১২ | মোহাম্মদ আব্দুল হান্নান | সদস্য সচীব |
সন | হার |
২০০৭ | ৯৮% |
২০০৮ | ৯৫% |
২০০৯ | ৯১% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
একক পরিবার ---- একাধিক পরিবার ----মোট
১২৮ --- ০৬ ১৩৪
বিদ্যালয়টি ডি গ্রেড হইতে বি গ্রেডে উন্নীত হয়েছে।
ক)ভর্তির হার ১০০% নিশ্চিত করা।
খ)ঝড়ে পড়ার হার ০% নামিয়ে আনা।
গ)শ্রেনী ভিত্তিক বার্ষিক পরীক্ষার পাশের হার ১০০% করা।
ঘ)সমাপনী পরীক্ষাপাশের হার ১০০%অক্ষুন্নরাখা।
ঙ)বিদ্যালয়ের ভবন সম্প্রসারন করা্
চ)বিদ্যালয়ের চারদিকে দেয়াল ও সামনে গেইট নির্মান কর।
ছ)ছাত্রছাত্রীদের জন্য টিফিনের ব্যবস্থা করা।
বাস,সি.এন.জি এবং রিক্সা যোগে
সন | সাধারন | টেলেন্টপুল |
২০০৪ | ০১ | ০০ |
২০০৫ | ০০ | ০২ |
২০০৬ | ০০ | ০০ |
২০০৭ | ০২ | ০১ |
২০০৮ | ০১ | ০১ |
২০০৯ | ০২ | ০১ |
২০১০ | ০১ | ০০ |
২০১১ | ০১ | ০০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস