বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের চারদিকে সবুজ শ্যামল ছায়া ঘেরা পরিবেশ। বিদ্যালয়ে মোট.৩০একর ভহমি রয়েছে যা বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত। উক্ত বিদ্যালয়ে ১৫০ জন ছাত্র-ছাত্রী পড়াশুনা করছে। মোট শিক্ষক পদ ৪টি। বিদ্যালয় হতে ২১ কিঃ মিঃ দূরে উপজেলা হেড কোয়ার্টার। বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যাপিঠ হিসাবে ধরে নেওয়া যায়। এ পর্যমত্ম বিদ্যালয়টিতে ০৬টি ট্যালেন্টপুল ও ০২টি সাধারণ গ্রেড বৃত্তি এসেছে। আগামীতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা রাখি।
ওসমানীনগর থানার অমত্মর্গত ১নং উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর (রং বরন) গ্রামের সুনামধন্য ব্যক্তিত্ব মরহুম জনাব হাজী আব্দুল ছোবহান বিদ্যালয়ের ভহমি দাতা। বিদ্যালয়ের নাম রং বরন রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ০১-০১-১৯৮০ইং সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই উক্ত বিদ্যাপিঠটি পড়াশুনায় ভাল ফলাফল বযে আনছে। ১৯৯৫ ইং সালের জুলাই মাসে এম, পি,ও ভহক্ত হয়। ১৯৯৯-২০০০ইং সালে সরকারী ভাবে ০৩ কক্ষবিশিষ্ট একটি বিল্ডিং নির্মান করা হয়। আমি উক্ত বিদ্যালয়টির সর্বাঙ্গীন উন্নতি কামনা করি।
১ম শ্রেণী- ১৯জন।
২য় শ্রেণী- ২৩জন।
৩য় শ্রেণী- ৩৫জন।
৪র্থ শ্রেণী- ২০জন।
৫ম শ্রেণী- ২৬জন।
ক্রঃনং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব, মোঃ আসিক মিয়া | সভাপতি |
|
০২ | জনাব, মোঃ কামরম্নজ্জামান | সহ-সভাপতি |
|
০৩ | ,, মোঃ ছেফায়েত উলস্না | প্রধান শিক্ষক/সদস্য সচিব |
|
০৪ | ,, আহাদ মিয়া | দাতা সদস্য |
|
০৫ | ,, রহমত আলী আকন্দ | উচ্চ বিদ্যালয়ের শিক্ষক |
|
০৬ | ,, আব্দুল গফুর | ইউ/পি সদস্য |
|
০৭ | ,, শূন্যপদ | শিক্ষক প্রতিনিধি |
|
০৮ | ,, নুরজাহান বেগম | সদস্য |
|
০৯ | ,, শেফা আক্তার | ,, |
|
১০ | ,, পিয়ারা বেগম | ,, |
|
১১ | ,, আব্দুল হান্নান | ,, |
|
১২ | ,, সালমা বেগম | ,, |
|
সন পাশের হার
২০০৭ ৭৫%
২০০৮ ৮৫%
২০০৯ ৪৫%
২০১০ ১০০%
২০১১ ৫৯%
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাউপবৃত্তির আওতায় ৫৫জন ছাত্র-ছাত্রী উপবৃত্তি পাচ্ছে। যা বিদ্যালয়ের মোট ছাত্র-ছাত্রীর ৪৫%।
২০১১ইং সালে ১০০% ভর্তি হয়।
কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা পেলে ৮ম শ্রেণী পর্যন্তপাঠদান শুরু করতে চাই।
ভাল
২০০৪ সালে সাধারণ গ্রেড ১টি।
২০০৫ সালে ট্যালেন্টপুল বৃত্তি লাভ ২টি।
২০০৬ সালে ট্যালেন্টপুল বৃত্তি ২টি ও সাধারণ গ্রেড ১টি।
২০০৭ সালে ট্যালেন্টপুল বৃত্তি লাভ ২টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস