বিদ্যালয়টি যদিও ১৯২৬ ইং সনে প্রতিষ্টিত তথাপি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা যোগপোযোগী নহে। বিদ্যালয়ের ভবন অপ্রতুল।ছাত্র/ছাত্রী হারে শ্রেনীকক্ষও আসবাবপত্র অপ্রতুল।শিক্ষকপদসংখ্যা ছাত্র/ছাত্রী অনুপাতে কম।
সিলেট জেলাধীন বালাগঞ্জ উপজেলার ১৪নং পূর্ব গৌরী পুর ইউনিয়নের চকদৌলত পুর গ্রামে ১৯২৬ ইংরেজী সনে এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্টা লাভ করে।বিদ্যালয়টি বালাগঞ্জ সদস থেকে কুশিয়ারা ডাইক পাকা রাস্থা দিয়া ১৪কিলোমিটার পূর্বে অবস্থিত।বিদ্যালয়ের সামনে দিয়েকুশিয়ারা ডাইক পাকা রাস্থা পার্শে চকদৌলতপুর জামে মসজিদ ও শাহ গফুর আলী (র:)মাজার শরীফ অবস্থিত।বিদ্যালয়টির অবকাঠামোগত অবস্থা যদিও ভাল নয় লেখা পড়ার মান খুবই ভাল।৫ম শ্রেনীর সমাপনী পরীÿায় বিগত ২০০৭ ইং হইতে অদ্যবদি ১০০% উত্তীর্ন এবং টেলেন্টপূল ও সাধারন গ্রেড বৃত্তিও বিদ্যমান আছে।
শ্রেনী | বালক | বালিকা | মোট | মন্তব্য |
১ম | ৩৬ | ২৪ | ৬০ |
|
২য় | ২৯ | ২৬ | ৫৫ |
|
৩য় | ৩০ | ২০ | ৫০ |
|
৪র্থ | ২১ | ২৫ | ৪৬ |
|
৫ম | ১৫ | ১৮ | ৩৩ |
|
মোট | ১৩১ | ১১৩ | ২৪৪ |
|
১। সভাপতি-সৈয়দ ফজলুলহক -ছাত্র অভিভাবক
২। সহ-সভাপতি-মুহিবুর রহমান মেধাবী ছাত্র অভিভাবক
৩।প্রধান শিক্ষক/সচীব-মো:আব্দুছ ছত্তার
৪।সৈয়দ সেরূল ইসলাম-দাতা সদস্য
৫। জমশেদ আলী-ছাত্র অভিভাবক
৬।মুকিত আহমদ চৌধুরী-শিক্ষানুরাগী
৭।রোকসানা বেগম-ছাত্র অভিভাবক
৮।মির্জা লুৎফা বেগম-ছাত্র অভিভাবক
৯।সাইমা বেগম-ছাত্র অভিভাবক
১০।অনিল চন্দ্র দাস-ভবি শিষ্যমদন্য
১১।অনিতা রানী- শিক্ষকপ্রতিনিধি
১২।এম.এ মতিন-ইউ.পি সদস্য ।
সন | হার |
২০০৭ | ১০০% |
২০০৮ | ১০০% |
২০০৯ | ১০০% |
২০১০ | ১০০% |
২০১১ | ১০০% |
১ম- ১৯+১১=৩০
২য়- ১৪+১০=২৪
৩য়- ১৪+১০=২৪
৪র্থ- ০৮+০৪=১২
৫ম- ০৬+০৮=১৪
মোট ৬১+৪৩=১০৪ জন
এস.এম.সির সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় উক্ত বিদ্যালয়কে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করা।
উপজেলা সদা সদর থেকে সড়ক ও নৌ পথে প্রায় ১৪কিলোমিটার দুরত্ব।
নাম | টেলেন্টপুল | সাধারন | সাল |
কামরান মাসুদ চৌধুরী | - | সাধারন | ২০০৯ |
মাহমুদা বেগম | টেলেন্টপুল | - | ২০১০ |
লিজা রানী দাস | - | সাধারন | ২০১০ |
আবিদা সুলতানা জুলী | - | সাধারন | ২০১১ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস