সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে চান্দাইর পাড়া গ্রামের নামানুসারে চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসায় প্রায় ২ একর অখন্ড ভূমি আছে। ৩দিকে পাকা সড়ক বিদ্ধমান আছে। মাদ্রাসা থেকে সিলেট- ঢাকা মহাসড়কের তাজপুর স্টেশন ৪ কিলোমিটার দূরে। একটি সরকারী ভবন ছাড়া ৩টি সুবিশাল ভবন স্থানীয় জনগণ দ্বারা নির্মিত। বিশুদ্ধ পানি, টয়লেট ও পয়ঃনিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে।
প্রথমে এখানে ন'মৌজার জন্য একটি ঈদগাহ নির্মিত হয়। ঈদগাহের জন্য বরাদ্ধ অবশিষ্টাংশ ধর্মীয় শিক্ষার কাজে ব্যবহারের সিদ্ধান্ত হয়। এলাকার প্রখ্যাত আলেম মাওঃ কাজী সৈয়দ আব্দুস সামি (রহঃ) এর উদ্যেগে প্রাথমিক অবস্থায় মকতব চালূ হয়। এলাকার ধর্মীয় শিক্ষার চাহিদা মিঠাতে বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম জনাব হারিছ মিয়ার সভাপতিত্বে ১৯৭৯ ইং সনের শেষ দিকে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অর্গানাইজিং কমিটি ও কন্সট্রাকশন কমিটি নামে ২টি কমিটি গঠিত হয়। কমিটিদ্বয় নিম্নরূপ
অরগানাইজিং কমিটিঃ১। জনাব হাজী হারিছ মিয়া- সভাপতি ২। জনাব হাজী আব্দুস সোবহান- সেক্রেটারী, ৩। জনাব হাজী আব্দুল খালিক - কোষাধ্যক্ষ, ৪। জনাব হাজী আজমান আলী- সদস্য, ৫। জনাব আলী হোসেন, সদস্য, ৬। জনাব মছদ্দর আলী- সদস্য, ৭। জনাব লোকমান খান- সদস্য, ৮। জনাব ইন্তাজ আলী- সদস্য, ৯। জনাব রইছ মিয়া, সদস্য, ১০। জনাব মোহাম্মদ আলী- সদস্য, ১১। জনাব মোঃ গৌছ মিয়া- সদস্য, প্রমূখ।
কন্সট্রাকশন কমিটিঃজনাব ওয়াহিদ উল্লা দশহাল, জনাব মোঃ ইদ্রিস উল্লা দশহাল, জনাব মাওঃ মছদ্দর আলী রাউৎখাই, জনাব মোঃ আছমত উল্লা রাউৎখাই, জনাব মোঃ ইর্শাদ উল্লা রাউৎখাই, জনাব মোঃ ইয়াছিন উল্লা রাউৎখাই, মাওঃ আলাউদ্দিন মোহাম্মদশাল, মাওঃ আব্দুল ওয়াহিদ বাঙালি, জনাব মোঃ মুহিবুর রহমান হস্তিদূর, হাজী আব্দুল্লাহ হস্তিদূর, জনাব মোঃ ছমেদ উল্লা হস্তিদূর, জনাব মোঃ মদু মিয়া জিয়াফক, জনাব মোঃ উছমান উল্লা খাশিপাড়া, হাজী মোঃ মফিজ মিয়া খাশিপাড়া, জনাব মোঃ সফর আলী সুলতানপুর, জনাব সৈয়দ নেছার আহমদনশিরপুর, জনাব মোঃ আব্দুল কাহের নশিরপুর, জনাব ক্বারী মোঃ নছির আহমদ চৌধুরী ভুরভুরী। উক্ত কমিটি দ্বয়ের সিদ্ধান্তক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম অনুযায়ী একটি মাদ্রাসা আরম্ভ করার সিদ্ধান্ত হয়। এরই আলোকে ০১.০১.১৯৮০ ইং সনে প্রতিষ্ঠিত হয় চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা।
জগন্নাথপুর উপজেলার আলাগদি গ্রামের জনাব ক্বারী আব্দুল আজিজ ও মোহাম্মদপুরের মাষ্টার আনছার আহমদ প্রথম থেকে শিক্ষকতার দায়িত্বে ছিলেন।
আলিম ২য় -১৪,
আলিম ১ম -৪৩,
দাখিল ১০ম- ২১,
দাখিল ৯ম- ৪০,
দাখিল ৮ম- ৫৬,
দাখিল ৭ম- ৪০,
দাখিল ৬ষ্ট-৪০,
ইবতেদায়ী ৫ম- ২৭,
ইবতেদায়ী ৪র্থ- ৩০,
ইবতেদায়ী ৩য়- ৩০,
ইবতেদায়ী ২য়- ৩৫,
ইবতেদায়ী ১ম- ২০
এবং হিফজুল কোরআন শাখায়- ৪০ জন ছাত্র/ছাত্রী,
মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা= ৪৩৬ জন ।
সভাপতি- আলহাজ্ব এডভোকেট মোঃ বদরুল হোসেন,
সেক্রেটারী- মাওঃ মোহাম্মদ ছরওয়ারে জাহান (অধ্যক্ষ),
প্রতিষ্ঠতা সদস্য- জনাব হাজী মোঃ আজির উদ্দিন,
দাতা সদস্য- জনাব হাজী খলিলুর রহমান,
শিক্ষানুরাগী সদস্য- জনাব মোঃ আব্দুল মন্নান,
অভিভাবক সদস্য ৫জন
যথাক্রমে জনাব মোঃ আপ্তাব আলী, জনাব মোঃ মাসুদ খান, জনাব মোঃ আব্দুর রহিম, জনাব মোঃ সিকন্দর আলী ও জনাবা নেওয়া বেগম
শিক্ষক প্রতিনিধি ২ জন যথাক্রমে জনাব মাওঃ লুৎফুর রহমান চৌধুরী ও জনাব মোঃ আবু ইউসুফ খন্দকার।
কমিটির মেয়াদকাল ০৩.০৭.২০১০ হতে ০২.০৭.২০১২ ইং পর্যন্ত ২ বৎসর।
পরীক্ষার নাম | সন | মোট | উত্তির্ণ | হার |
জেডিসি | ২০১০ | ২৬ | ১৯ | ৭০% |
২০১১ | ২৪ | ২১ | ৮৭.৫% | |
দাখিল | ২০০৭ | ১৩ | ১২ | ৯২% |
২০০৮ | ১৩ | ১০ | ৭৬.৯% | |
২০০৯ | ২২ | ১৯ | ৮৬.৩% | |
২০১০ | ২৯ | ১৪ | ৪৮.২% | |
২০১১ | ৪৯ | ৪৫ | ৯১.৮% | |
আলিম | ২০০৯ | ০৯ | ০৮ | ৮৮.৮% |
২০১০ | ১৪ | ১৪ | ১০০% | |
২০১১ | ২৭ | ২৬ | ৯৬.২% |
২০০০, ২০০১, ২০০৩, ২০০৭, ২০০৮ ইবতেদায়ী বৃত্তি ১টি করে ২০০৭ ইং সনে দাখিল টেলেন্টপুল বৃত্তি ১টি ২০১০ ইং সনে জেডিসি টেলেন্টপুল বৃত্তি ১টি সহ অন্যান্য বৃত্তি।
বিগত ২৫ বৎসরে মাদ্রাসার অর্জন বলতে বিভিন্ন পরীক্ষা ও প্রতিযোগীতায় ছাত্র/ছাত্রীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
একাডেমিক স্থর উন্নয়ন করে ২০১৪ সনের মধ্যে ফাদ্বিল শ্রেণীতে উন্নতিকরণ, অধ্যক্ষের বাসভবন নির্মাণ, বহুতল বিশিষ্ট আধুনিক ছাত্রাবাস নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ এবং দাখিল পর্যায়ে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলা।
চান্দাইর পাড়া সুন্নিয়া হাফিজিয়া আলিম মাদ্রাসা
গ্রাম- চান্দাইর পাড়া, ডাক- তাজপুর
ঢাকা মহাসড়কে তাজপুর ও গোয়ালাবাজার স্টেশন হতে ৪ কিলোমিটার পূর্ব দিকে এবং তাজপুর বালাগঞ্জ সড়কের পাঁচপাড়া বাজার হতে ২ কিলোমিটার দক্ষিণে।
বিগত ১০ বছরে কমপক্ষে ১০০জন ছাত্র/ছাত্রী এ-, এ, এ+ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে এবং ইবতেদায়ী ও জুনিয়র দাখিল পরীক্ষায় কমপক্ষে ১৫ জন ছাত্র/ছাত্রী বৃত্তি প্রাপ্ত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস