পাঁচপাড়া মোহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা,বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার ১০ নং উছমানপুর ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে অবস্থিত।
১৯৭৬ ইং সনে মাদ্রাসাটি হিফজ শাখা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ০১.০১.২০০১ইং সনে ইবতেদায়ী মাদ্রাসা হিসাবে ১ম শ্রেণী হতে ইবতেদায়ী ৫ম শ্রেণী পর্যন্ত ক্লাস শুরু হয়। ০১.০১.২০১০ ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে দাখিল নবম শ্রেণী খোলার পাঠদান অনুমতি পায়।
ক্রমিক নং | শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
০১ | ইবতেদায়ী প্রথম | ২২ | ০৬ | ২৮ |
০২ | ইবতেদায়ী দ্বিতীয় | ০৬ | ০৪ | ১০ |
০৩ | ইবতেদায়ী তৃতীয় | ১৪ | ১৪ | ২৮ |
০৪ | ইবতেদায়ী চতুর্থ | ১৪ | ১০ | ২৪ |
০৫ | ইবতেদায়ী পঞ্চম | ০৯ | ১২ | ২১ |
০৬ | দাখিল ষষ্ঠ | ০৮ | ২৫ | ৩৩ |
০৭ | দাখিল সপ্তম | ০৯ | ২৫ | ৩৪ |
০৮ | দাখিল অষ্টম | ১০ | ২০ | ৩০ |
০৯ | দাখিল নবম | ০৫ | ০৯ | ১৪ |
১০ | দাখিল দশম | ১১ | ০৬ | ১৭ |
| মোট | ১০৮জন | ১৩১জন | ২৩৯জন |
বর্তমান পরিচালনা কমিটিঃ ০৬.১১.২০১১ ইং তারিখ হইতে ০৫.১১.২০১৩ ইং পর্যন্ত ২ (দুই) বৎসরের জন্য।
ক্রমিক নং | সদস্যগণের নাম | পদবী |
০১ | জনাব মোঃ মফিজুর রহমান | সভাপতি |
০২ | জনাব সুপার অত্র মাদ্রাসা | সম্পাদক |
০৩ | জনাব হাফিজ মাওঃ নজির আহমদ | প্রতিষ্ঠাতা সদস্য |
০৪ | জনাবশাহ আফরোজ আলী | দাতা সদস্য |
০৫ | জনাব মোঃ ফজলুল হক চৌধুরী | অভিভাবক সদস্য |
০৬ | জনাব মোঃ জিলু মিয়া | অভিভাবক সদস্য |
০৭ | জনাব আঃ আখের | অভিভাবক সদস্য |
০৮ | জনাব মোঃ জয়নাল আবেদীন | অভিভাবক সদস্য |
০৯ | জনাব মোঃ আব্দুল মালিক | শিক্ষানুরাগী সদস্য |
১০ | জনাবাবেলা খানম | মহিলা সদস্যা |
১১ | জনাব মোঃ জালাল আহমদ | শিক্ষক প্রতিনিধি |
১২ | জনাব মোঃ সালমান রশিদ তপাদার | শিক্ষক প্রতিনিধি |
সন | পরীক্ষার নাম | মোট শিক্ষার্থী | উত্তŠর্ণের সংখ্যা | পাশের হার |
২০১১ ইং | ইবতেদায়ী সমাপনী | ২১ | ২১ | ১০০% |
জেডিসি সমাপনী | ২২ | ১৯ | ৮৬.৩৬% |
অত্র প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীরা যথাক্রমে ১০%, ৩০% সরকারী উপবৃত্তি সহ বেসরকারীভাবে বিভিন্ন বৃত্তি লাভ করে আসছে। তাছাড়া প্রতিষ্ঠানে সহ শিক্ষা কার্যক্রম সহ সভা, সেমিনার ও অন্যান্য কার্যক্রম যথাযথভাবে পালিত হয়ে আসছে।
প্রথমবারের মত ২০১১ ইং সনে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ১০০% ও জে,ডি,সি সমাপনী পরীক্ষায় ৮৬.৩৬% সাফল্য অর্জন।
আগামীতে অত্র মাদ্রাসার দাখিল স্বীকৃতি গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহ বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার শাখা খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।পর্যায়ক্রমে আগামীতে আলিম, ফাজিল ও কামিল শ্রেণীতে উন্নীত করা, ছাত্রাবাস ও শিক্ষক আবাসিক করার পরীকল্পনা রয়েছে।
পাঁচপাড়া মোহাম্মদিয়া ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা
ডাকঃ উছমানপুর -৩১২৩, থানাঃ ওসমানীনগর,উপজেলাঃ বালাগঞ্জ, জেলাঃ সিলেট।
১। সাঈদুর রহমান- ১০ম শ্রেণী, ২০১০ সালে জেডিসি সমাপনী পরীক্ষায় সাধারণ বৃত্তি প্রাপ্ত।
২। পপি বেগম- ৭ম শ্রেণী, ২০১০ সালে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় সাধারণ বৃত্তি প্রাপ্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস