প্রতিষ্ঠাতা- হাজী মোঃ বাবরু মিয়া। জমির পরিমাণ-৭৫ শতক। ভবন তিনটি। একটি টিউবওয়েল,একটি খেলার মাঠ। চারটি সৌচাগার।
ফাজিলপুর দাখিল মাদ্রাসাটি সিলেট জেলায় বালাগঞ্জ উপজেলার অন্তর্গত ৪নং পূর্ব পৈলনপুর ইউনিয়নে অবস্থিত একমাত্র দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি কুশিয়ারা নদীর নিকটবর্তী ফাজিলপুর গ্রামে। ১৯৯৪ সালে হাজী মোঃ বাবরু মিয়া প্রতিষ্ঠিত করেন। অত্র প্রতিষ্ঠান ২০০১ সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি লাভ করে। বর্তমানে ইহার ৩টি ভবনে মোট ১২টি কক্ষ রয়েছে এবং ১২ জন শিক্ষক/শিক্ষিকা ও ২ জন কর্মচারী আছেন। বর্তমান ছাত্র/ছাত্রী সংখ্যা ৩৪৫ জন।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
১ম শ্রেণী | ১৭ | ১৮ | ৩৫জন |
২য় শ্রেণী | ১৭ | ১৮ | ৩৫জন |
৩য় শ্রেণী | ২০ | ১৫ | ৩৫জন |
৪র্থ শ্রেণী | ২০ | ১৬ | ৩৬জন |
৫ম শ্রেণী | ২২ | ১৬ | ৩৮জন |
৬ষ্ঠ শ্রেণী | ১৯ | ২১ | ৪০জন |
৭ম শ্রেণী | ১৮ | ২২ | ৪০জন |
৮ম শ্রেণী | ১৯ | ২৪ | ৪৩জন |
৯ম শ্রেণী | ০৮ | ১০ | ১৮জন |
১০ম শ্রেণী | ১৫ | ১০ | ২৫ জন |
| সর্বমোট- | ৩৪৫জন |
ক্রঃ নং | নাম | পদবী | মন্তব্য |
০১ | মোঃ ছকিলুর রহমান | সভাপতি |
|
০২ | মোঃ জসিম মিয়া | ভারপ্রাপ্ত সুপার/সম্পাদক |
|
০৩ | মোঃ ফারুক মিয়া | অভিভাবক সদস্য |
|
০৪ | মোঃ রাশিদ আলী | শিক্ষক সদস্য |
|
সন | প্রেরিত | কৃতকার্য | পাশের হার % |
২০০৭ | ১০ | ০৪ | ৪০% |
২০০৮ | ০৭ | ০১ | ১৪.২৬% |
২০০৯ | ১২ | ১০ | ৮৩.৩৩% |
২০১০ | ১৩ | ০৫ | ৩৮.৪৬% |
২০১১ | ১৪ | ১১ | ৭৮.৫৭% |
বিগত ২ বছরের জে.ডি.সি পরীক্ষার ফলাফলঃ
সন | প্রেরিত | কৃতকার্য | পাশের হার % |
২০১০ | ২৩ | ১০ | ৪৩.৪৮% |
২০১১ | ৩১ | ০৭ | ২২.৫৮% |
মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৪৫জন। সুবিধাভোগীর সংখ্যা ৩৩জন।
সমাপনী/পাবলিক পরীক্ষার মান উন্নয়ন।
ফাজিলপুর দাখিল মাদ্রাসা, ডাক: মনুমুখ, উপজেলা: বালাগঞ্জ, জেলা: সিলেট।
৭ম শ্রেণী- ১। শাকিল আহমদ
৮ম শ্রেণী- ১। শেখ মোজাম্মিল হোসেন
১০ম শ্রেণী- ১।মোছাঃ লিমা বেগম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস