হযরত শাহজালাল (রঃ) সিনিয়র (আলিম) মাদ্রাসাটি সিলেট-ঢাকা মহা সড়কের ওসমানীনগর থানাধীন (বালাগঞ্জ উপজেলা) ৭নং গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের দক্ষিনে রাস্তার পূর্ব পার্শ্বে ব্রাহ্মণগ্রাম-এ অবস্থিত।
৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্য ভূমি সিলেট জেলার অন্তর্গত বালাগঞ্জ উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে, এলাকার ধর্মপ্রাণ মানুষের ঐকান্তিক শ্রমে ১লা জানুয়ারী ১৯৬৮ইং সালে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। মাদ্রাসাটি ০১/০১/১৯৯৮৫ইং সনে দাখিল পাঠদান অনুমতি ও ০১/০১/১৯৯১ইং এ স্বীকৃতি লাভ করে । ০১/০৩/১৯৮৬ইং সনে এম,পিও ভূক্ত হয়। ০১/০৭/১৯৯৩ইং তারিখে আলিম পাঠদান অনুমতি, ০১/০৭/১৯৯৭ইং এ স্বীকৃতি এবং ১৫/০৫/২০০০ইং এ এম,পি,ও ভুক্ত হয়। এ ছাড়া মাদ্রাসাটিতে ১৯৯৭ইং তারিখ থেকে ইবতেদায়ী ৫ম, ৮ম, শ্রেণীর বৃত্তি ও দাখিল, আলিম এবং ফাজিল পরীক্ষা কেন্দ্র চালু হয়। এবং বর্তমানে জে,ডি,সি, দাখিল, ও আলিম পরীক্ষা কেন্দ্র সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। অত্র মাদ্রাসায় তাহফিজুল কোরআন শাখা বোডিংসহ পরিচালিত হচ্ছে। এবং অন্যান্য শ্রেণীর ছাত্রদের ও বোডিং এ রেখে নিবিড় তত্ত্বাবধায়নে রাখার প্রক্রিয়া অব্যাহত আছে। এছাড়া বিগত ০৯/০৮/২০১০ইং তারিখে ফাজিল অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। বর্তমানে মাদরাসাটি বালাগঞ্জ উপজেলার ‘‘শ্রেষ্ঠ বিদ্যাপিঠ’’ হিসাবে স্বীকৃত।
শ্রেণী | ছাত্র | ছাত্র | মোট | মন্তব্য |
১ম শ্রেণী | ২৫ | ১৯ | ৪৪ |
|
২য় শ্রেণী | ১৫ | ১০ | ২৫ |
|
৩য় শ্রেণী | ২৫ | ১১ | ৩৬ |
|
৪ম শ্রেণী | ৩৪ | ১৮ | ৫২ |
|
৫ম শ্রেণী | ৭০ | ৪২ | ১১২ |
|
৬ ষ্ট শ্রেণী | ৩৪ | ২৪ | ৫৮ |
|
৭ম শ্রেণী | ৪৩ | ১৭ | ৫১ |
|
৮ম শ্রেণী | ৮১ | ৩০ | ১১১ |
|
৯ম শ্রেণী | ৪১ | ১২ | ৫৩ |
|
১০ শ্রেণী | ৩০ | ০১ | ৩১ |
|
আলিম ১ম বর্ষ | ৪৩ | ২৩ | ৬৬ |
|
আলিম ২য়বর্ষ | ৪৮ | ১৪ | ৬২ |
|
৪৮০জন ২২১জন ৭০১জন
১৭ই মে ২০১০ইং থেকে ১৬ই মে ২০১২ ইং পর্যন্ত।
ক্রমিক নং | সদস্য গনের নাম | পদবী |
০১ | জনাব আলহাজ আব্দুল মতিন চৌধুরী | সভাপতি |
০২ | জনাব মুহাঃ আমিরুল ইসলাম | অধ্যক্ষ/সম্পাদক |
০৩ | জনাব শাহ নুরুর রহমান | প্রতিষ্ঠাতা সদস্য |
০৪ | জনাব হাজী নুর হোসেন | দাতা সদস্য |
০৫ | জনাব আলাউর রহমান | শিক্ষানুরাগী সদস্য |
০৬ | জনাব হাজী লুৎফর রহমান | অভিভাবক সদস্য |
০৭ | জনাব আব্দুল লতিফ | ’’ |
০৮ | জনাব মনির আলী | ’’ |
০৯ | জনাব আঙ্গুর মিয়া | ’’ |
১০ | জনাব মোঃ আরেফিন আলম | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাব মাওঃ এখলাছুর রহমান | ’’ |
১২ | জনাবা সুলতানা ইয়াছমিন | ’’ |
সন | পরীক্ষার্থীর সংখ্যা | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণের সংখ্যা | পাসের হার |
২০১০ | ইবতেদায়ী সমাপনী | ৮২ | ৭৩ | ৮৯.০২% |
২০১১ | ’’ | ৭৪ | ৪৩ | ৫৮.১১% |
২০১০ | জে.ডি.সি. | ৬৪ | ৫২ | ৮১.২৫% |
২০১১ | ’’ | ৬৫ | ৫৩ | ৮১.৫৪% |
সন | পরীক্ষার নাম | মোট পরীক্ষার্থী | উত্তীর্ণের সংখ্যা | পাসের হার |
২০০৭ | দাখিল | ২৩ | ১৯ | ৮২.৬১% |
২০০৮ | ’’ | ২১ | ১৮ | ৮৫.৭২% |
২০০৯ | ’’ | ৩৬ | ২২ | ৬১.১১% |
২০১০ | ’’ | ৩০ | ২৫ | ৮৩.৩৩% |
২০১১ | ’’ | ৩৫ | ৩২ | ৯১.৪৩% |
২০০৭ | আলিম | ৪০ | ২৮ | ৭০% |
২০০৮ | ’’ | ২৪ | ১৩ | ৫৪.১৭% |
২০০৯ | ’’ | ২৬ | ২১ | ৮০.৭৭% |
২০১০ | ’’ | ২১ | ২১ | ১০০% |
২০১১ | ’’ | ১৭ | ১৭ | ১০০% |
শ্রেণী | ৩১শে জানু/২০১২ইং তারিখে ভর্তিসহ তালিকা ভূক্ত শিক্ষার্থীর সংখ্যা | উপ বৃত্তি প্রাপ্যতার সংখ্যা | ||||
ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র (১০%) | ছাত্রী(৩০%) | মোট | |
৬ষ্ঠ | ৩৪ | ২৩ | ৫৭ | ০৩ | ০৭ | ১০ |
৭ম | ৩২ | ১৭ | ৪৯ | ০৩ | ০৬ | ০৯ |
৮ম | ৫৬ | ১৬ | ৭২ | ০৬ | ০৫ | ১১ |
৯ম | ৪৭ | ১৩ | ৬০ | ০৫ | ০৪ | ০৯ |
১০ম | ৩২ | ০১ | ৩৩ | ০৩ | ০০ | ০৩ |
একাধিকবার বালাগঞ্জ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসার স্বীকৃতি লাভ, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হওয়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ফলাফলে শ্রেষ্ঠ ছাত্র(২০০৬), ষ্টার মার্ক্স প্রাপ্তি (২০০০), একাধিক গোল্ডেন এ+(২০০৬ ও ২০০৯) প্রাপ্তি এবং প্রতিবারই ৫ম ও ৮ম শ্রেণীতে বৃত্তি লাভ।
ক্রীড়া,
উপজেলা পর্যায়ে ক্রিকেটে (২০১০,২০১১) চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে রানার্সআপ এবং ফুটবলে উপজেলায় চ্যাম্পিয়ন (২০১১) ও জেলা পর্যায়ে ২য় রাউন্ড পর্যন্ত খেলার গৌরব অর্জন করা।
মাদ্রাসাটিতে শীঘ্রই দাখিল পর্যায়ে বিজ্ঞান, কারিগরী ও কম্পিউটার শাখা খোলার পরিকল্পনা চলছে। বর্তমানে ফাজিল (স্নাতক) শ্রেণীর পাঠদান চলছে
এবং ভবিষ্যতে কামিলসহ অনার্স কোর্স চালুরপরিকল্পনা আছে। এ ছাড়া আলাদাভাবে ছাত্র হোস্টেল বড় আকারে তৈরী করার কার্যক্রম এগিয়ে চলছে। উপরোন্ত শিক্ষকবৃন্দের আবাসনের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।
হযরত শাহজালাল (রঃ) সিনিয়র (আলিম) মাদ্রাসা, গ্রাম: ব্রাহ্মণগ্রাম, ডাক;
গোয়ালাবাজার (৩১২৪) থানা: ওসমানী নগর, উপজেলা: বালাগঞ্জ, জেলা:
সিলেট।
১. মোঃ ইউনুছ আলী।
২. মোঃ নুরুল ইসলাম।
৩. হুমায়রা আক্তার।
৪. আমজাদ হোসেন।
৫. ফজলুর রহমান।
৬. ইয়াহইয়া মাহমুদ
৭. নজরুল ইসলাম।
৮. মাকছুম হোসেন চৌধুরী।
৯. মোঃ আলা মিয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস