প্রতিষ্ঠানটি ০১-০১-১৯৮৪ইং তারিখ হইতে জুনিয়র বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হইয়া স্বীকৃতি লাভ করে এবং ০১/০১/১৯৮৯ইং হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়। বিদ্যালয়টি ১৯৮৫ইং হইতে জুনিয়র বিদ্যালয় হিসাবে এবং ১৯৯৫ইং হইতে মাধ্যমিক বিদ্যালয় হিসাবে এম.পি.ও ভুক্ত হয়।
বিদ্যালয়টি এলাকার জনসাধারনের সার্বিক সাহায্য ও সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়।
শ্রেণীর নাম | ছাত্র-ছাত্রীর সংখ্যা | মন্তব্য |
৬ষ্ট শ্রেণী | ৯১ জন |
|
৭ম শ্রেণী | ৯২ জন |
|
৮ম শ্রেণী | ৭৪ জন |
|
৯ম শ্রেণী | ৮৫ জন |
|
১০ম শ্রেণী | ৩৪ জন |
|
| মোট: ৩৭৬ জন |
|
২০০৭ইং-----------৫০%
২০০৮ইং-----------৪০.৯১%
২০০৯ইং----------৫১.৭২%
২০১০ইং---------৪৭.৩৭%
২০১১ইং---------৫৪.৬৯%
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার ফলে অত্র এলাকার ছেলে মেয়েদের শিক্ষার যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে।
শিক্ষার সার্বিক মান উন্নয়নে বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ সচেষ্ট আছেন।
খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়
ডাকঃ খন্দকার বাজার, থানাঃ ওসমানী নগর, উপজেলাঃ বালাগঞ্জ, সিলেট।
নিলয় সরকার---৬ষ্ট শ্রেনী
খায়রুল ইসলাম চৌধুরী- ৬ষ্ট শ্রেনী
ঝর্না বেগম - ৭ম শ্রেনী
রুবা বেগম-৭ম শ্রেনী
ফয়েজ রাশিদ আরিফ- ৮ম শ্রেনী
রায়হান আহমদ- ৮ম শ্রেনী
তানজিনা বেগম- ৯ম শ্রেনী
হলি বেগম- ১০ম শ্রেনী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস