বালাগঞ্জ উপজেলার গোয়ালা বাজার ইউনিয়নে উক্ত বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভহমি বলা চলে। চারি দিকে সবুজ ছায়া ঘেরা পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়ের মোট জমিরপরিমাণ ৩৮শতক। উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৫২জন। শিক্ষকদের মোট অনুমোদিত পদ সংখ্যা ৬টি। বিদ্যালয়ের ১টি ভবন ও ২টি টিনের ঘওে পাঠদান কার্য পরিচালনা করা হয়। বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার জনসংখ্যা প্রায় ২৫২জন। গোয়ালা বাজার ইউনিয়নের সাথে সংযোগ রাসত্মাটি বিদ্যালয়ের পাশ দিয়ে চলে গেছে। বিদ্যালয় হতে বালাগঞ্জ হেড কোয়াটারের দূরত্ব পা্রয় ২৫ কিঃমিঃ।
বিদ্যালয়টি ১৮৬৮সালে প্রতিষ্ঠিত হলেও জাতীয় করণ হয়- ০১-০৭-১৯৭৩ইং সনে। এলাকার দান শীল ব্যক্তি বাবু রশিক লাল দাস বিদ্যালয়ের জন্য জমি দান করেন এবং উক্ত এলাকার বৃত্তশালী ব্যক্তিবর্গের সাহায্যে তৈরী হয় ৪৫ফুট দৈর্ঘ্য ও ১৫ফুট প্রস্থ্যের ১টি ১চালা টিনের ঘর। পরবর্তীতে সরকারী অনুদানে ১৯৮৭সালে ১কক্ষবিশিষ্ট ১টি ঘর ও ১৯৯৯সালে পি.ই,ডি,পি এর অনুদানে ২কক্ষবিশিষ্ট ভবন তৈরী হয়। ছাত্র সংখ্যা অনুসারে বিদ্যালয়ের কক্ষেরসংখ্যা যতেষ্ট নয়। তদোপরী বিদ্যালয়টি প্রতি বৎসর ভাল ফলাফল করে থাকে। আমি বিদ্যালয়টির সর্বাঙ্গীন উন্নতি কামনা করি।
শ্রেণী- বালক বালিকা মোট
শিশু ২২
১ম ৫৭
২য় ৩৪
৩য় ৫৪
৪র্থ ৪২
৫ম ৪৩
ক্রঃনং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব মোঃ ফারম্নক মিয়া | সভাপতি |
|
০২ | জনাব, মোঃ আকবর খান | সহ-সভাপতি |
|
০৩ | ,, ভারতী রানী দে | সদস্য সচিব |
|
০৪ | ,, সন্ধ্যা রানী দেব | শিক্ষক প্রতিনিধি |
|
০৫ | ,, আব্দুল মালিক কাপ্তান | সদস্য |
|
০৬ | ,, হাজী আব্দুল খালিক | সদস্য |
|
০৭ | ,, দিজেন্দ্র কুমার চক্রবর্তী | ,, |
|
০৮ | ,, রনা কামত্ম দাস | ,, |
|
০৯ | ,, শেখ নুরম্নন্নাহার | ,, |
|
১০ | ,, লাভলী আক্তার | ,, |
|
১১ | ,, জহুরা বেগম | ,, |
|
১২ | ,, শাহীন মিয়া | ,, |
|
সন পাশের হার
২০০৭ ৮৯%
২০০৮ ৯২%
২০০৯ ৭৮%
২০১০ ১০০%
২০১১ ৯৩%
মোট ছাত্র সংখ্যা (১ম থেকে ৫ম) ২৩০জন। উপবৃত্তি প্রাপ্ত ছাত্র সংখ্যা ১০০জন। হার ৪৩%।
গ্রেড সি।
সরকারের দীর্ঘ মেয়াদী পদক্ষেপের আওতায় বিদ্যালয়টি ৮ম শ্রেণী পর্যমত্ম পরিচালনার পরিকল্পনা রয়েছে। তারপর একটি ভবন ও ২জন শিক্ষকের পদ সৃষ্টি করা হয় তাহলে বিদ্যালয়ে ১শিপ্টে শ্রেণী পাঠদানের পরিকল্পনা রয়েছে।
ভাল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস