বিদ্যালয়টি বালাগঞ্জ উপজেলাধীন ১নং উমরপুর ইউনিয়নে কটালপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের ভহমির পরিমাণ ৩৭শতাংশ। উপজেলা হতে বিদ্যালয়ের দূরত্ব ২৩কিঃমিঃ মোট শিক্ষকপদ ৫টি এবং কর্মরত শিক্ষক ৫জন। বিদ্যালয়ে ২টি ভবন আছে। ১টি ভবন পাকা এবং অপর ভবনটি ঝরাঝির্ণ। বিদ্যালয়ে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২২৫জন। বিদ্যালয়ের গ্রেড বি বিদ্যালয়ের কোড- ৬০২০৩০১০৯।
গ্রামের মানুষের উদ্যোগে বিদ্যালয়টি প্রথমে গ্রামের পশ্চিম প্রামেত্ম ১টি কাচা ভবনের উপর নির্মিত হয় পরে মোঃ জমশেদ আলী বর্তমান বিদ্যালয়টি স্থাপনের জন্যে ৩৭শতাংশ জমি দান করেন। বিদ্যালয়টি জাতীয় করণ করা হয় ১৯৭৩সালে।
শিশু শ্রেণী- মোট- ২৩ জন।
১ম শ্রেণী-মোট- ৪২ জন।
২য় শ্রেণী-মোট- ৩৩ জন।
৩য় শ্রেণী-মোট- ৪৯ জন।
৪র্থ শ্রেণী- মোট- ৩৫ জন।
৫ম শ্রেণী-মোট- ৪৩ জন।
সর্বমোট------২২৫ জন।
ক্রঃনং | নাম | পদবী | মন্তব্য |
০১ | জনাব, মোঃ তোলা মিয়া | সভাপতি |
|
০২ | জনাব, মোঃ আবুল কাশেম | সহঃসভাপতি |
|
০৩ | ,, তরুনচন্দ্র দেব | সদস্য সচিব |
|
০৪ | ,, আব্দুস ছালাম | ভুমি দাতা সদস্য |
|
০৫ | ,, লেবু মিয়া | সদস্য |
|
০৬ | ,, মোঃ আব্দুল গফুর | সদস্য |
|
০৭ | ,, মোঃ ইসকন্দর আলী | ,, |
|
০৮ | ,, সোনাফর আলী | ,, |
|
০৯ | ,, শিরিনা আক্তার | ,, |
|
১০ | ,, সীমা বেগম | ,, |
|
১১ | ,, আনোয়ারা বেগম | ,, |
|
১২ | ,, উমা রানী দেব | ,, |
|
সন পাশের হার
২০০৭ ৯৫%
২০০৮ ১০০%
২০০৯ ৮০%
২০১০ ১০০%
২০১১ ১০০%
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষাউপবৃত্তির আওতায় ৯০জন ছাত্র-ছাত্রী উপবৃত্তির অমত্মর্ভূক্ত (২০১২সালে)।
২০১১ইং সনে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্ণামেন্টে উপজেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করে। ২০১২ইং সনে আমত্মঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় নৃত্য সাধারণ প্রতিযোগিতায় ক গ্রম্নপের ছাত্র তূর্য্য সূত্র ধর জেলা পর্যায়ে ৩য় স্থান অর্জন করে। ২০১২ইং সনে শত ভাগ ভর্তি অর্জন নিশ্চিত হয়।
কর্তৃপক্ষসহযোগিতা পেলে বিদ্যালয়টিকে একটি নিমণ মাধ্যমিক বিদ্যালয়ে রম্নপামত্মর সম্ভব।
সুগম
২০০৪ সাধারণ বৃত্তি ২জন
২০০৫ ট্যালেন্টপুল ১জন
২০০৯ সাধারণ বৃত্তি ১জন
২০১০ ট্যালেন্টপুল ১জন ও সাধারণ ১জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস