কুরুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় ওসমানীনগর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে কুরুয়ায় অবস্থিত। বিদ্যালয়ের মূল ভবনটি টিন সেট দিয়ে তৈরি। বাকী দুটি ভবন একতল বিশিষ্ট। ৫টি শ্রেণী কক্ষ, প্রধান শিক্ষক কক্ষ, শিক্ষক মিলনায়তন, গ্রন্থাগার, বিজ্ঞানগার, এবং বিদ্যুত সংযোগ বিদ্যমান। দু’টি অগভীর নলকূপ আছে। বিদ্যালয়ের প্রতিষ্টা লগ্ন থেকে ছাত্র ছাত্রীরা বিভিন্ন প্রতিযোগিতা ও বৃত্তিমূলক পরিক্ষায় অংশ গ্রহণ করে কৃতিত্তের স্বাক্ষর রেখে আসছে।
বিদ্যালয়টি ১৯৬৫ইং থেকে অদ্য পর্যন্ত সুনামের সহিত চলছে। বিদ্যালয় থেকে অনেক ছাত্র/ছাত্রী সামাজিক, রাজনৈতিক গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত আছেন।
শিক্ষার্বষঃ ২০১২ইং
৬ষ্ট-৬৩জন, ৭ম-৬৮জন, ৮ম-৫০জন, ৯ম-৭৫জন, ১০ম-৫৭জন, মোট ৩১৩জন
নিয়মিত পরিচালনা কমিটি ২০১২ইং-২০১৪ইং ২ বৎসর মেয়াদী।
পরীক্ষার নাম | ২০০৭ | ২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ||||||||||
সংখ্যা | উর্ত্তীণ | পাসের হার | সংখ্যা | উত্তীর্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | সংখ্যা | উত্তির্ণ | পাসের হার | |
এস, এস, সি | ৩৯ | ০৮ | ২০.৫১% | ২৪ | ১৪ | ৫৮.৩৩% | ৪৭ | ৩৯ | ৮২.৯৮% | ৪১ | ৩১ | ৭৫.৬১% | ৪৭ | ৪১ | ৮৭.২৩% |
জে, এস, সি | - | - | - | - | - | - | - | - | - | ৭২ | ৫৩ | ৭৩.৬১% | ১০৪ | ৮০ | ৭৬.৯২% |
শতভাগ ফলাফল অর্জন সহ বিভিন্ন সহ পাঠক্রমিক কার্যাবলীর মাধ্যমে বিদ্যালয়টিকে অত্র এলাকার একটি মডেল বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা।
ডাক - কুরুয়া বাজার , থানা-ওসমানীনগর, উপজেলা-বালাগঞ্জ
মোবাইলঃ- ০১৭১৯১৯০৮৯০
সিলেট জেলাধীন বালাগঞ্জ উপজেলার ওসমানীনগর থানার অন্তর্গত সিলেট-ঢাকা মহাসড়কের পার্শবস্থিত কুরুয়া বাজারে অবস্থিত।
১। রাহেলা বেগম (৬ষ্ঠ শ্রেনী), ২। সোমাইয়া ছিদ্দিকা (৬ষ্ঠ শ্রেনী), ৩। কামরান আহমদ জায়গীরদার (৬ষ্ঠ শ্রেনী)
১। মেহেরজান ইসলাম লীনা (৭ম শ্রেনী), ২। জনি রাণী বৈদ্য (৭ম শ্রেনী), ৩। সুমি রাণী বৈদ্য (৭ম শ্রেনী)
১। সারোয়ার রশিদ অভি (৮ম শ্রেনী), ২। সংগীতা রানী দাস (৮ম শ্রেনী), ৩। স্বর্ণা রাণী দাস (৮ম শ্রেনী), ৪। ওয়াজেদ আলী লালন,
১। লুৎফুর রহমান ইমন (নবম শ্রেনী), ২। ডালিমা আক্তার (নবম শ্রেনী), ৩। শামীমা বেগম (নবম শ্রেনী), ৪। স্মীতা রাণী নাথ (দশম)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস