অত্র বিদ্যালয়টি বালাগঞ্জ উপজেলা পরিষদ থেকে কুমিয়ারা ডাইক হয়ে বালাগঞ্জ শেরপুর রোডে পুর্বদিকে মাত্র ৯ কি:মি: দুরত্বে অবস্থিত। বিদ্যালয়টি আই আকৃতির।
১৯৬৮ খ্রি: সনে জালালপুর বাসী একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে গ্রহণ করেন এবং ০১/০৭/১৯৬৮ তারিখ তেকে জালালপুর বাজারে একটি টিন সেটের ঘরে প্রথম বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়্ বিদ্যালয়ে সর্বপ্রথম প্রধান শিক্ষক (ভা: প্রা:) ছিলেন বাবু কানাই লাল চক্রবর্তী।
১ম শ্রেনিতে ১০৭ জন
২য় " ৭৫ জন
৩য় " ৯০ জন
৪র্থ " ৭৪ জন
৫ম " ২০ জন
মোট =৩৬৬ জন
ক্র: নং নাম ক্যাটাগরী পদবী মন্তব্য
০১। শেখ মো: শফিউল আলম শিক্ষানুরাগী সভাপতি
০২। বিজয় কৃষ্ণ সূত্রধর জমি দাতা সহ-সভাপতি
০৩। মো: আব্দুস শহীদ প্রধান শিক্ষক সদস্য সচীব
০৪। মো: নজির মিয়া পুরুষ অভিভাবক সদস্য
০৫। মো: লিটন মিয়া মেধাবী " সদস্য
০৬। রুবেনা বেগম মহিলা অভিভাবক সদস্য
০৭। হালিমা বেগম " সদস্য
০৮। ছমিরুন নেছা শিক্ষানুরাগী সদস্য
০৯। আব্দুল মুহিত ইউ/পি সদস্য সদস্য
১০। বিনদ রঞ্জন পুরুষ অভিভাবক সদস্য
১১। মুখলেছুর রহমান মা: বি: শি: প্র: সদস্য
১২। শিখা দেবনাথ শি: প্রতিনিধি সদস্য
সাল অংশগ্রহণাকারীর সংখ্যা পাশের সংখ্যা পাশের বছর
২০০৭ ১৮ ১০ ৫৫%
২০০৮ ২২ ১৭ ৮৫%
২০০৯ ১৮ ০৮ ৫০%
২০১০ ৩৩ ৩১ ৯৩%
২০১১ ১২ ১০ ৯৭%
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা -৩৬৬ জন
সুবিধাভোগীর সংখ্যা -১৬৪ জন
৫ম শ্রেণিতে বৃত্তি ২০০৬ সালে ০১ জন
অদুর ভবিষ্যতে এই বিদ্যালয়টি জুনিয়র উচ্চ বিদ্যালয়ে উন্নতী হওয়ার সম্ভবা আছে।
দুর্গম
ক্র: নং নাম শ্রেনি
০১। ফাইজা খানম ২য়
০২। ফরহানা বেগম ৩য়
০৩। নাহিদা আক্তার এনি ৪র্থ
০৪। সাফিয়া বেগম ৫ম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস